শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান গায়িকা নির্মলা মিশ্র। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। জানা যাচ্ছে, রবিবার রাতে হঠাত্ই খুব অসুস্থ হয়ে পড়েন নির্মলা মিশ্র। গুরুতর অবস্থা দেখে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বামী প্রদীপ দাশগুপ্ত।
২০১৮ সালের মাঝামাধি সময়েও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফুসফুসে জল জমার কারণে গায়িকার শারীরিক পরিস্থিতিও খারাপ ছিল। বর্তমানে তার বয়স হয়েছে ৮২ বছর। মূলত বার্ধক্যজনিত কারণেই তার শারীরিক অবস্থা সঙ্কটজনক।এর আগেও তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখনও তার পাশে দাঁড়িয়েছিলেন রাজ্য সরকার। গানই যেন ছিল তার ওষুধ। ৫০ বছরেরও বেশি সময় পার করে ফেলেছেন সঙ্গীতজগতে।
আরও পড়ুনঃ আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন গোয়েন্দা প্রধানের স্ত্রী, সংক্রামিত তিনিও
বাংলার স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয় এক নাম। ষাট-সত্তরের দশকের জনপ্রিয় গায়িকা এতটাই জনপ্রিয় ছিলেন যে ওড়িষার ছবির লতা মঙ্গেশকরও বলা হত তাকে। তার বিখ্যাত গান এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না-আজও এই গানটি জনপ্রিয়তার শীর্ষে। এছাড়াও তার একাধিক গান বাঙালির মননে আজও জনপ্রিয়। একের পর এক বাংলা ও আধুনিক গান করে তিনি সকলের মন জয় করে নিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584