নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আজ শনিবার কোভিড টিকা এবং সরঞ্জামের উপর জিএসটি তুলে নেওয়া নিয়ে এক বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠক শেষে তিনি জানান, ‘কোভিড টিকার ওপর জিএসটি তুলে নেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ কেন্দ্র নিজে টিকার কেনার দায়িত্ব গ্রহণ করেছে। ঘোষণা অনুযায়ী জিএসটি সহ ৭৫ শতাংশ টিকা কিনবে কেন্দ্র সরকার আর এই জিএসটি থেকে যা আয় হবে তার ৭০ শতাংশ রাজ্যগুলির সাথে ভাগ করে নিতে হবে।’
জিএসটি কাউন্সিলের বৈঠকে যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা হল – করোনা ভ্যাকসিনের উপর নেওয়া হত ৫ শতাংশ জিএসটি, যা বহাল থাকল।আরটিপিসিআর, আরএনএ এক্সট্র্যাকশন, জিনোম সিকোয়েন্সিং প্রমূখ যন্ত্রের উপর -১৮ শতাংশ জিএসটি অপরিবর্তিত। জিনোম সিকোয়েন্সিং কিটের উপর আগের মতোই ১২ শতাংশ জিএসটি নেওয়া হবে। কোভিড পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তৈরির কাঁচামালেও জিএসটি অপরিবর্তিত। ব্যক্তিগত ব্যবহারের ভেন্টিলেটর, ভেন্টিলেটর মাস্ক, বাইপ্যাপ যন্ত্রের উপরও বহাল থাকল ৫ শতাংশ জিএসটি।
5% GST on vaccines will stay. The Centre will buy the 75% vaccine as announced and will pay its GST too. But 70% of income from GST will be shared with States: Union Finance Minister Nirmala Sitharaman pic.twitter.com/fLlHrc8ZOQ
— ANI (@ANI) June 12, 2021
আরও পড়ুনঃ ড্রাইভিং লাইসেন্সের জন্য আর যেতে হবে না আরটিও অফিস, নির্দেশিকা কেন্দ্রের
অপরদিকে কোনও জিএসটি নেওয়া হবে না ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ টসিলিজুমাব ও অ্যাম্ফোটেরিসিন বি-এর ওপর। কিছু কিছু ক্ষেত্রে কমানোও হয়েছে জিএসটি। দেহের তাপমাত্রা মাপার সরঞ্জামের উপর জিএসটি কমল ৫ শতাংশ। অ্যাম্বুল্যান্সের উপর জিএসটি নেওয়া হবে ১২ শতাংশ। কোভিড পরীক্ষার কিটের উপর ১২ শতাংশের পরিবর্তে জিএসটি নেওয়া হবে ৫ শতাংশ। মেডিক্যাল গ্রেড অক্সিজেন, অক্সিজেন কনসেনট্রেটর, এবং অক্সিজেন জেনারেটরের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584