ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
৬ লক্ষ কোটি টাকার ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ চালুর ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এক্ষেত্রে সরকার কোন সম্পত্তি বিক্রি করছে না পরিবর্তে কম ব্যবহৃত হয় এমন সরকারি সম্পত্তি থেকে যাতে সরকারের আয় বাড়ানো যায় সেই উদ্যোগ নেবে কেন্দ্র। অর্থমন্ত্রী জানান, আপাতত চার বছরের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
রেল, সড়ক, বিদ্যুৎ সহ বিভিন্ন ক্ষেত্রের ৬ লক্ষ কোটি টাকার সরকারি সম্পত্তিকে ব্যবহার করে মনিটাইজেশন করা হবে। বেসরকারি বিনিয়োগের আহ্বান জানানো হবে , তবে সবকিছুরই মালিকানা থাকবে কেন্দ্রের হাতে। এর ফলে সরকারের যে অতিরিক্ত আয় হবে, তা দিয়ে সব ক্ষেত্রেই পরিকাঠামোগত উন্নয়ন সহজ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শুধু তাই নয়, যে সব সম্পদকে এই উদ্যোগে ব্যবহার করা হবে, সেগুলির মেন্টেন্যান্স বাবদ সরকারি তহবিল থেকে কোনও খরচ হবে না বলেও জানান অর্থমন্ত্রী।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করা যাবে করোনা টিকার স্লট, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
জনসাধারণের জন্য তৈরি যা কিছু ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যেই রয়েছে সেগুলি ব্যবহার করেই ‘মনিটাইজেশন’ করা এই উদ্যোগের এর মূল উদ্দেশ্য। এই উদ্যোগে একটি ‘ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট’ তৈরি হবে। সেখানে দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থা বিনিয়োগ করতে পারবে। রেল ও তাদের ফ্রেট করিডর ব্যবহার করে এবং পরবর্তীতে বিমানবন্দর গুলি থেকে টাকা তোলা হবে। এর ফলে রক্ষণাবেক্ষণের জন্য আর সরকারের নিজস্ব খরচ হবে না।
আরও পড়ুনঃ পেগাস্যাস কাণ্ডে সুপ্রিম কোর্টের নোটিসের উত্তরে হলফনামা জমা রাজ্যের
যে সমস্ত ক্ষেত্র থেকে টাকা তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির টোল, রাস্তা। এছাড়া এই তালিকায় রয়েছে, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বিমানবন্দর যা বিমানবন্দর কর্তৃপক্ষের অধীনে পড়ে, গেইল -এর তেলের পাইপলাইন, কেন্দ্রীয় ভান্ডার ঘর ও খেলার স্টেডিয়াম ইত্যাদি, এমনটাই জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584