নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
লকডাউন পর্ব শেষ হওয়ার পর এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা দেশ। করোনা সংক্রামিতের সংখ্যা বাড়লেও আগের থেকে অনেকটাই বেড়েছে সুস্থতার হার। এবার করোনা বাধা কাটিয়ে ২৯ জানুয়ারি থেকে আবারও শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন।
১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সকাল ১১ টা নাগাদ তিনি বাজেট বক্তৃতা শুরু করতে পারেন বলে জানা গিয়েছে। অধিবেশনের প্রথম পর্ব চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্তর। ৮ মার্চ শুরু হবে অধিবেশনের দ্বিতীয় পর্ব, চলবে ৮ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুনঃ ১৭ জানুয়ারি নয়, পোলিও টিকাকরণ হবে ৩১ জানুয়ারি
বিরতির সময়টা বিভিন্ন মন্ত্রকের বরাদ্দ স্ট্যান্ডিং কমিটির বিবেচনার জন্য রাখা হয়েছে। অধিবেশনের শুরুতে উভয় কক্ষে ২৯ জানুয়ারি বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেদিন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সকাল ১১ টা নাগাদ ভাষণ দেবেন রাষ্ট্রপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584