মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
টোকিও প্যারালিম্পিক্সে ফের পদক এল ভারতে। এবার রুপোর পদক জিতলেন ভারতীয় হাই জাম্পার নিষাদ কুমার। রবিবার সকালে প্যারালিম্পিক্সে প্রথমবার দেশকে টেবিল টেনিসে রুপো এনে দিয়েছিলেন ভাবিনা প্যাটেল। এবার বিকালে হাই জাম্পের টি-৪৭ ফাইনালে ২.০ মিটার লাফিয়ে দেশকে রুপো এনে দিলেন নিষাদ কুমার। প্যারালিম্পিক্সের আসরে নতুন এশিয়ান রেকর্ড গড়লেন তিনি।
India's Nishad Kumar wins silver medal in men's high jump T46 event in Tokyo Paralympics
— Press Trust of India (@PTI_News) August 29, 2021
রবিবার বিকালে রুপো জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে নিষাদকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, “টোকিও প্যারালিম্পিক্সে আবারও ভারতের জয়। দ্বিতীয়বার রুপো পেল দেশ। নিষাদ কুমার পুরুষদের টি ৪৭ হাই জাম্পে রুপো জিতেছেন। উনি অসাধারণ একজন অ্যাথলিট। ওঁনার মধ্যে অনবদ্য দক্ষতা ও টিকে থাকার ক্ষমতা রয়েছে। আজকের এই সাফল্যের জন্য নিষাদকে শুভেচ্ছা জানাই। এই জয়ে গর্বিত ভারত।”
PM Narendra Modi called Nishad Kumar and congratulated him on winning the #Silver medal.
Nishad thanked PM Modi and also appreciated the continuous encouragement the PM gives to para-athletes. pic.twitter.com/ItSZryyMJD
— ANI (@ANI) August 29, 2021
আরও পড়ুনঃ ইতিহাস গড়লেন ভাবিনা, প্যারালিম্পিক্সে প্রথম রুপো জয় ভারতের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584