মনিরুল হক,কোচবিহারঃ
প্রথম পর্বে নির্বাচন শেষ হয়ে গিয়েছে।মাঝে একটি বুথের পুনঃ নির্বাচনেও দেখা গিয়েছিল তাঁকে।আর তারপরেই দক্ষিণবঙ্গে গিয়ে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নেমে পড়েছেন।তার ফাঁকে দেওঘরে গিয়ে বাবাধাম মন্দিরে পূজা দিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।তাঁর সঙ্গী ছিলেন কোচবিহার জেলা বিজেপির পালক ভাস্কর দে। বাবা ধামের মন্দিরে পূজা দিতে গিয়েছেন জেনে দেখা করতে এসেছিলেন স্থানীয় বিজেপি প্রার্থী নিশিকান্ত দুবে। পূজা প্রক্রিয়ার ফাঁকে তাঁর হয়ে প্রচারও করেছেন নিশীথ বাবু।
কোচবিহার লোকসভা কেন্দ্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সাথে সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে নিশ্চিত বলে তাঁদের কোচবিহারের নেতৃত্বরা জানিয়েছেন।পাশাপাশি বিজেপির নেতা কর্মীরাও তাঁদের জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত। আমজনতার চর্চা,“শেষ পর্যন্ত যিনি জয়ী হন কেন,ব্যবধান খুব সামান্যই হবে।” আর সেটা যে যুযুধান দুই পক্ষ কার্যত মেনে নিচ্ছেন। তা একটু কান পাতলেই শোনা যায়। তাই শেষ পর্যন্ত কানের কাছ দিয়ে বেড়িয়ে যাওয়ার প্রার্থনা জানাতেই কি নিশীথ বাবু দেওঘরে বাবা ধামের মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন? তা নিয়েও চলছে আলোচনা।
নিশীথ বাবু অবশ্য এবার কোচবিহারে বিজেপি জয় পাচ্ছে বলে জানিয়ে বলেন,: “আমি ঠাকুরের কাছে দিক্ষা নিয়েছি।দক্ষিণবঙ্গে প্রচারে আসার পর পুরুলিয়া ঝাড়গ্রামে প্রচার করতে এসে কাছাকাছি বলে গতকাল বাবাধাম মন্দিরে চলে এসেছি। বর্তমানে যিনি ধামের দায়িত্বে রয়েছেন। তাঁর সাথে দেখা করেছি। আজ পূজা দিলাম। মানুষের মঙ্গল কামনা করতেই আমার এই পূজা।”
এক সময় তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের কোচবিহার জেলা সাধারণ সম্পাদকের পদে ছিলেন নিশীথ বাবু। তাঁর সাথে তৃণমূল নেত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সময়কার সুসম্পর্কের কথাও শোনা যায়।পঞ্চায়েত নির্বাচনে মূলত দিনহাটায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিক্ষুব্ধদের নির্দল প্রার্থী করে তৃণমূল নেতৃত্বকে ব্যাপক লড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছিলেন।দখল করেছিলেন বেশ কিছু গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিও।সেই থেকে কোচবিহারের দাপুটে যুব নেতা হিসেবে উঠে আসেন নিশীথ।পঞ্চায়েত নির্বাচনের বেশ কিছুদিন পরে ওই দাপুটে যুব নেতাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস।এরপরেই তিনি বিজেপিতে যোগ দিয়ে কোচবিহার কেন্দ্রে প্রার্থী হন। প্রথম দিকে দলের জেলা স্তরের কিছু কর্মী সমর্থক বিরোধিতা করলেও নির্বাচন যত এগিয়ে আসতে থাকে ততই এক্যবদ্ধ হয়ে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে রীতিমত কঠিন লড়াইয়ের মুখে ফেলে দেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।১১ এপ্রিল ভোটের দিন দাপটের সাথে ভোট করিয়েছেন।দাবি মত পুনঃ নির্বাচন না হলেও একটি বুথে হয়েছে।সেখানেও তাঁকে দলের নেতা কর্মীদের নিয়ে হাজির থাকতে দেখা গিয়েছে।
আরও পড়ুনঃ মমতাকে গ্রেফতারের দাবী মুকুলের
২৩ মে গোটা দেশের সাথে কোচবিহারেও গণনা রয়েছে। দিন যত এগিয়ে আসছে যুযুধান দুই দলের প্রার্থী থেকে নেতা কর্মী এমনকি সমর্থকদেরও হৃদস্পদন ততই বাড়ছে, এটা হলফ করে বলাই যায়।এরমধ্যে একটু পূজার্চনা করে জয়ের প্রার্থনা করাটাও অস্বাভাবিক কিছু নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584