বিজেপিতে যোগ দিলেন বহিষ্কৃত যুব নেতা নিশীথ প্রামানিক

0
290

মনিরুল হক,কোচবিহারঃ

nishith pramanik at Delhi 2
দিল্লিতে নিশীথ প্রামানিক। নিজস্ব চিত্র

বিজেপিতে যোগ দিলেন বহিস্কৃত তৃনমুল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক।আজ দিল্লীতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে দলে যোগ দেন নিশীথ।বাকিদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মুকুল রায়,ভারতী ঘোষ সহ বেশ কয়েক জন নেতৃত্ব।

এদিন বিজেপির সর্ব ভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র ঝাড়গ্রামে ভারতী ঘোষকে নিয়ে দলের একটি কর্মসূচীতে যোগ দিতে আসেন। তিনি দিল্লীতে যাওয়ার পরেই নিশীথ প্রামানিক আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করলেন।শেষ পর্যন্ত কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে দিল্লীর সদর কার্যালয়ে বিজেপিতে যোগ দেন নিশীথ।

প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারের রাজনীতিতে শিরোনামে উঠে আসেন নিশীথ প্রামাণিক।তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদকের পদে থাকা নিশীথ প্রামাণিক নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলেই প্রচার করতেন।পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূল যুব কংগ্রেসের পতাকা নিয়ে পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বেশ কিছু আসনে তাঁর অনুগামীদের প্রতিদ্বন্দ্বিতায় নামান।বেশ কিছু ক্ষেত্রে তৃণমূল প্রার্থীদের পরাস্ত করতে সক্ষম হন তিনি।দিনহাটা ১ নম্বর ব্লকের বেশীর ভাগ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও ১টি জেলা পরিষদের আসন থেকে নির্দল প্রার্থীদের জিতিয়ে আনেন।নির্বাচনের পরেও তৃণমূলের মাদার ও যুব গোষ্ঠীর লড়াই চলতে থাকে।মাদারের হাত থেকে একের পর এক এলাকা দখল করতে থাকেন তিনি। রাজনৈতিক আধিপত্য বিস্তার দেখে মাদারের অনেক নেতা তাঁর সাথে সমঝোতাও করে নেন। এতে তৃণমূলের আভ্যন্তরীণ পরিস্থিতি ঘোরাল হতেই দল থেকে বহিস্কার করা হয় নিশীথ প্রামাণিককে।তৃণমূল কংগ্রেস আবার দলে ফিরিয়ে নিতে পারে বলে আশা করে বেশ কিছু দিন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পুরোপুরি নিরব থাকেন নিশীথ প্রামানিক কিন্তু লোকসভা নির্বাচন এসে গেলেও তাঁকে দলে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তৃণমূল কোন ভূমিকা নেয় নি।আর সেই কারণেই তিনি বিজেপি নেতৃত্বের সাথে যোগাযোগ করে থাকতে পারেন বলে রাজনৈতিক মহলের আশঙ্কা।অনেকেই মনে করছেন, নিশীথ প্রামাণিক তৃনমূলে থাকার সময়ও আসন্ন লোকসভা নির্বাচনে দলের প্রার্থী হওয়ার ইচ্ছা নিয়ে অনুগামীদের সাথে আলোচনা করেছেন, কিন্তু বর্তমান অবস্থায় সেটা সম্ভব নয় বুঝেই বিজেপির সাথে আলোচনার সময় নিশীথ প্রামাণিক প্রার্থী হওয়ার প্রসঙ্গ বেশী করে গুরুত্ব দিয়ে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। আর যদি তিনি সত্যি সত্যি বিজেপিতে যোগ দেন তাহলে তাঁর কোচবিহার কেন্দ্রে প্রার্থী হওয়া নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত বছর ৭ ডিসেম্বর তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক নিশীথ প্রামাণিককে বহিষ্কার করার কথা সোশ্যাল মিডিয়ায় জানান কোচবিহার যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও সাংসদ পার্থ প্রতিম রায়।অভিযোগ, ৭ ডিসেম্বর কোচবিহারের ঝিনাইডাঙ্গায় বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরু হওয়ার কথা ছিল।ওই যাত্রার সূচনা করতে আসার কথা ছিল বিজেপির সর্ব ভারতীয় সভাপতি আমিত শাহের।যদিও পরে ওই যাত্রা শুরু না হলেও একটি সভা করে বিজেপি।ওই সভায় ব্যাপক জমায়েত করে বিজেপি।ওই জমায়েতের পিছনে নিশীথ প্রামানিকের হাত রয়েছে বলে দাবি করেন জেলার বেশ কিছু তৃণমূল কংগ্রেস নেতারা।এরপরেই ওইদিন সন্ধ্যায় নিশীথ প্রামানিককে দল থেকে বহিষ্কার করা হয়।তবে,নিশীথ প্রামানিককের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জেলা জুড়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূল থেকে বহিষ্কৃত হলো নিশীথ প্রামাণিক

আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন বহিষ্কৃত তৃণমূল যুব নেতা নিশীথ প্রামাণিক।আজ দিল্লীতে বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গী দলীয় পতাকা তুলে দেন নিশীথ প্রামানিকের হাতে।নিশীথ প্রামানিকের সাথে তাঁর অনুগামী পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সদস্যদের বেশ কয়েকজন দিল্লীর ওই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here