ইউনিফর্মহীন পুলিশকে আটকে জিজ্ঞাসাবাদ নিশীথের

0
209

মনিরুল হক,কোচবিহারঃ
গেঞ্জি গায়ে পুলিশকে আটকে জিজ্ঞাসাবাদ করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

nishith questioning police
নিজস্ব চিত্র

আজ কোচবিহার রাসমেলার মাঠের ওই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।নিশীথ প্রামাণিক রীতিমত সাংবাদিকদের ডেকে জানান, “দেখুন গেঞ্জি গায়ে পুলিশ।পরিচয় পত্র দেখাতে পারছেন না।

nishith questioning police
নিজস্ব চিত্র

আগামী কাল প্রধানমন্ত্রীর সভা।তার আগে কোচবিহারের পুলিশ সুপার গণ্ডগোল পাকাতে এভাবে সন্ত্রাসবাদী পাঠিয়ে দিয়েছেন।”
কাল কোচবিহার রাসমেলার মাঠে প্রথম দফার দুই দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিক ও জন বার্লার সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ টানাপড়েনের পর সভা করার জন্য তড়িঘড়ি মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।আজ সকাল থেকে সেই মঞ্চ তৈরির কাজ খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন মুকুল রায় ও বিজেপির কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিক সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। মাঠের কাজ দেখতে আচমকাই রাইফেল কাঁধে জলপাই রঙের গেঞ্জি গায়ে এক পুলিশ কর্মীকে দেখতে পান নিশীথ প্রামাণিক।তাঁকে আটকে ইউনিফর্ম নেই কেন জানতে চান?

আরও পড়ুনঃ চিঠি নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ মুকুলের

এরপরেই তাঁর পরিচয় পত্র দেখতে চাওয়া হয় কিন্তু সেটাও রেখে এসেছেন বলে ওই পুলিশ কর্মী জানালে সাংবাদিকদের ডেকে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক পুলিশ সুপারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here