মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় নতুন মুখ হতে চলেছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। এমনটা যে হতে পারে তা আগেই টের পাওয়া গিয়েছিল। দিল্লির জলহাওয়ায় জল্পনাও ছড়াচ্ছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের খবর মেলার পর থেকেই এমন জল্পনা চলছিল।
এবার স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর পাওয়া গেল যে, বাংলা থেকে দু’জন কেন্দ্রীয় মন্ত্রিসভার নতুন সদস্য হচ্ছেন। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক এবং বনগাঁর সাংসদ, মতুয়া মহলের প্রতিনিধি শান্তনু ঠাকুর। নিশীথ প্রামাণিক এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন। দিল্লির তলব পেয়ে তড়িঘড়ি রওনা দিয়েছেন শান্তনু ঠাকুর।
জানা গিয়েছে সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণের ফলে মন্ত্রী হতে চলেছেন নিশীথ। এর আগে অর্জুন সিং, সৌমিত্র খাঁ-এর সঙ্গে দিল্লিতে তলব করা হয়েছিল কোচবিহারের সাংসদকে। জেপি নড্ডার সঙ্গে বৈঠক হয়েছিল উত্তরবঙ্গের এই প্রভাবশালী নেতার। তারপর থেকেই তাঁর মন্ত্রী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ছিল।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি সরকারের
নিশীথ প্রামাণিকের হাত ধরেই ২০১৯ এর লোকসভায় উত্তরবঙ্গে ভাল ফল করেছিল বিজেপি। তাই কোচবিহারের সাংসদের আগে থেকেই একটা আলাদা গুরুত্ব ছিল। তিনি নরেন্দ্র মোদি, অমিত শাহের বেশ পছন্দের ব্যক্তি।
আরও পড়ুনঃ বিনামূল্যে বিশ্বকে কো-উইনের কোড দেবে ভারত
গত বেশ কয়েকদিন ধরেই দিল্লিতে ঘাঁটি গেড়ে রয়েছেন নিশীথ। শপথ অনুষ্ঠানের আমন্ত্রণের জন্যে অপেক্ষায় রয়েছেন তিনি। জানা গিয়েছে যে খুব সম্ভবত আগামীকাল অর্থাৎ বুধবারই শপথ গ্রহণ করতে পারেন নিশীথ প্রামাণিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584