নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অবশেষে বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন নীতীশ কুমার। সোমবার রাজভবনে চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। এদিন নীতীশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

তবে, শপথগ্রহণ অনুষ্ঠান আগেই বয়কট করে মহাজোটের প্রধান দল তথা বিহারের সংখ্যাগরিষ্ঠ দল আরজেডি। ফলে তেজস্বী যাদবের দলের কেউ উপস্থিত ছিল না এই শপথগ্রহণ অনুষ্ঠানে।তেজস্বীর দলের তরফে টুইটারে বলা হয়, ‘পরিবর্তনের পক্ষে এনডিএ-র বিপক্ষে জনাদেশ ছিল। মানুষের রায় ছিল সরকার বদলের। যে কারচুপি এনডিএ করেছে তাতে রাজ্যবাসী হতাশ। তাই নীতীশ কুমারের শপথ অনুষ্ঠান বয়কট করছে আরজেডি।’
#WATCH: Nitish Kumar takes oath as the Chief Minister of Bihar for the seventh time – his fourth consecutive term. pic.twitter.com/5jcZXabSYw
— ANI (@ANI) November 16, 2020
সহকারী হিসাবে আর সুশীল মোদী নন, এবার বিহার পেতে চলেছে দু’জন উপমুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বিজেপির তারাকিশোর প্রসাদ ও রেণু দেবী উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। বিহারের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা বিধায়ক উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। আট মন্ত্রীর মধ্যে চার জন করে জেডিউই ও বিজেপির। গতবার উপমুখ্যমন্ত্রী পদে ছিলেন বিজেপির সুশীল মোদী। এবার তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠানো হবে বলে সূত্রের খবর।
আরও পড়ুনঃ বাংলাদেশকে অভিনব উপহার ভারতের
এ নিয়ে পরপর চারবার বিহারের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসলেন নীতীশ কুমার। তবে এবার কার্যত শরিকদের কাঁধে চেপেই ক্ষমতার অলিন্দে এলেন তিনি। এবার বিহার নির্বাচনে নিজেদের ব্যাপক শক্তি খুইয়েছে জেডিইউ। আসনের নিরিখে রাজ্যের তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে নীতীশের দল।
৭৩টি আসন দখল করেছে বিজেপি। তারপরেও কোনও বিজেপি বিধায়কের মুখ্যমন্ত্রী না হওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁদের কথায়, কার্যত ‘দয়া’ করে নীতীশকে এই পদে বসাচ্ছে বিজেপি ও শরিকরা। নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হলেও মন্ত্রিসভার আসল চাবিকাঠি থাকবে বিজেপির হাতেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584