ওয়েব ডেস্ক, বিহারঃ
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের বিজেপি কর্মীদের বার্তা জে পি নাড্ডার। একসাথে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে লড়তে হবে।
বিজেপি, জনতা দল ইউনাইটেড, লোক জনশক্তি পার্টি অর্থাৎ এনডিএ একযোগে ভোটে লড়াই করবে মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমারের নেতৃত্বে, বিজেপি সভাপতি জে পি নাড্ডা এক ভিডিও কনফারেন্সে বার্তা দিলেন দলীয় কর্মীদের। বিহারে ভোট হওয়ার কথা অক্টোবর বা নভেম্বরে। তিনি বলেন বিহারের জনগণ এনডিএ জোটের ওপর ভরসা করে আছে যে আমরা তাঁদের ভবিষ্যৎ পাল্টে দেবো, সেই ভরসার যথাযোগ্য মূল্য আমাদের দিতে হবে।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচনী প্রচারের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনার নির্দেশ দেন শ্রী নাড্ডা। কর্মীরা যেন সমস্ত কোরোনা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রচার করেন সেই নির্দেশই দেন তিনি।
আরও পড়ুনঃ অর্থনৈতিক মন্দাভাবেও ভারত থেকে চিনে রফতানির পরিমাণ বেড়েছে ৩১ শতাংশ
বড় জনসভার পরিবর্তে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ওপর জোর দিতে বলেন তিনি। বিজেপি সভাপতি আরও বলেছেন, “সমাজের সব শ্রেণী, সব বয়সের মানুষের কাছে কেন্দ্র এবং রাজ্য সরকার কি কি করেছে তাঁদের জন্য সেই তথ্য পৌঁছে দিতে হবে।”
আরও পড়ুনঃ কোভিড গাইডলাইন মেনে প্রচার মাধ্যম কাজ শুরু করতে পারেঃ প্রকাশ জাভরেকড়
নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ এর ওপর প্রচারে জোর দিতে হবে, মাখনা উৎপাদন, মধুবনী আর্ট, ভাগলপুরী সিল্ক উৎপাদন ও প্রসার সম্পর্কে নরেন্দ্র মোদীর ‘ লোকাল পর ভোকাল’ এই পরিকল্পনা সব মানুষের কাছে যাতে পৌঁছয় সেকথা মাথায় রেখে নির্বাচনী প্রচার চালাতে হবে। এই সব কিছু নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন বিজেপি সভাপতি।
শ্রী জে পি নাড্ডা এই দিনের ভিডিও মিটিংয়ে সরকারকে অভিনন্দন জানান, রাজ্যের কোভিড মোকাবিলায় সাফল্যের কারণে। বিহারে এখন সুস্থতার হার ৭৩.৪৮%, কোভিড টেস্টের সংখ্যা এক লক্ষ এবং বাড়ি বাড়ি গিয়ে স্ক্রিনিং হয়েছে ১০ কোটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584