কোচবিহারে জয়ী নিশীথ প্রামাণিক

0
418

মনিরুল হক,কোচবিহারঃ

nitish pramanik win of election in cooch behar
নিজস্ব চিত্র

কোচবিহার লোকসভা আসনে জয়ী হলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।সপ্তদশ লোকসভা নির্বাচনে সারা দেশে যখন পদ্ম ঝড় বইছে, তখন কোচবিহারেও ফুটল পদ্ম। বৃহস্পতিবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই দেশ জুড়ে বিজেপি ও তার শরিক দলগুলি ক্রমশ এগিয়ে যেতে থাকে।৫৪২ টি আসনের মধ্যে ৩৪৭ এর বেশি আসনে বিজেপি ও তার শরিক দলগুলি এগিয়ে যেতে থাকে।

nitish pramanik win of election in cooch behar
নিজস্ব চিত্র

উল্লেখযোগ্য ভাবে কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রায় সব কয়টি লোকসভা আসনে এগিয়ে যেতে থাকে বিজেপি।আবার দু একটি আসনে পিছিয়ে যেতে থাকে।কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকও জয়ী হয়েছে। মাঝে কিছু সময় তিনি তৃনমূল প্রার্থী পরেশ অধিকারীর থেকে পিছিয়ে পরেন।

আরও পড়ুনঃ কোচবিহারে এগিয়ে পরেশ,কিছুটা পিছিয়ে নিশীথ

nitish pramanik win of election in cooch behar
নিজস্ব চিত্র

তবে তৃণমূলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে থাকে বিজেপি।তৃনমূল প্রার্থী পরেশ অধিকারীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের। তবে বিকেলের পর থেকে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের ব্যবধান বাড়তে থাকে। তারপর থেকে সময় যত গড়িয়েছে তৃণমূলের থেকে বিজেপির ভোটের ব্যবধান ক্রমশ বাড়তে থাকে। এভাবেই ব্যবধান ৫০ হাজার ছাড়িয়ে যায়।

এদিকে নিশীথের জয়ের রাস্তা ক্রমশ প্রসারিত হতে দেখে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। গণনা কেন্দ্রের থেকে দূরে নির্দিষ্ট স্থানে বিজেপির ক্যাম্পে কর্মী সমর্থকরা আনন্দ উৎসবে মেতে ওঠেন। বিজেপি কর্মী সমর্থকরা রীতিমত নাচতে শুরু করে। গেরুয়া আবির খেলাও শুরু হয়।

শেষ পাওয়া খবর অনুযায়ী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের প্রাপ্ত ভোট ৭২৩৫৮৪ (৪৭.৮৮%) ও তৃনমূল প্রার্থী পরেশ অধিকারী (৪৪.৫৩%) ৬৭৩০৯০। বামফ্রন্টের প্রার্থী গোবিন্দ রায় ৪৬২৯১ (৩.০৬%)। কংগ্রেস প্রার্থী পিয়া চৌধুরী ২৭৯৭২ (১.৮৫%)।নোটা ১৪৪১১ (০.৯৫%) গণনা শেষ।এদিন কোচবিহারে নিশীথ প্রামাণিক ৫০৪৯৬ হাজারের বেশি ভোটে জয়ী। এখন পর্যন্ত পোস্টাল ভোটে যোগ করা হয় নি। বিজেপি নেতা কর্মীদের দাবি,নিশীথের জয় আর কিছু সময়ের অপেক্ষা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here