স্পোর্টস ডেস্কঃ
পার্থের ওয়াকা ছিল সুইংয়ের জন্য বিখ্যাত। পরিকাঠামোগত কারণে পাশেই তৈরি করা হয়েছে নতুন স্টেডিয়াম। সেখানও পিচ দেখা যাচ্ছে সবুজ।গতকালই যখন নতুন পিচের ছবি পোস্ট হয় টুইটারে, এক টুইটার ইউজার মজা করে জিজ্ঞেস করেন যে পিচ কোথায় , গোটাটাই তো সবুজ মাঠ?
এমতাবস্থায় ভুবনেশ্বর কুমারকে দলে না নিয়ে ইশান্ত শর্মা বা উমেশ যাদবকে নেওয়ার বিরোধিতায় শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। একেই অশ্বিন, রোহিত চোটের কারণে বাইরে। তাই ব্যাটিংয়ে আরও দুর্বল হয়ে পড়েছে ভারত , কারণ বিদেশে ধারাবাহিকভাবে ভাল ব্যাটিং করেন অশ্বিন। সেই জায়গায় ভুবনেশ্বরকে নিলে টেলএন্ডের ভারতীয় ব্যাটিংও অনেকাংশে শক্ত হত। প্রথমদিকে বেশির ভাগ ম্যাচে ব্রেকথ্রুও দিতে ওস্তাদ ভুবি।
কিন্তু অধিনায়ক অন্য ভাবলেন। তার ফলও ভুগছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৬৬। অপরাজিত আছেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ (২৮) ও মার্কাস হ্যারিস (৩৬)।
(ফিচার ছবি-https://twitter.com/JoeHarts_hat/status/1073153744454352896?s=19)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584