সুদীপ পাল, বর্ধমানঃ
সন্ধ্যা হলে সূর্য ডুবে যায়। বাসও ঘরে ফিরে যায়। তারপর বাসস্টপে দাঁড়িয়ে থাকলেও দেখা মেলে না বাসের। পাণ্ডবেশ্বর, জামুরিয়া এলাকার বাসিন্দাদের দিনের পর দিন এই দুর্ভোগ পোহাতে হয়।
জানা যায় পাণ্ডবেশ্বর থেকে রানীগঞ্জ ৪৩টি বাস। আর জামুরিয়া থেকে রানীগঞ্জ, হরিপুর রুটে চলে ৫০টি মিনি বাস। পাণ্ডবেশ্বর থেকে রানীগঞ্জ যাওয়ার শেষ বাস ছাড়ে সন্ধ্যে সাতটা দশ নাগাদ এবং রাণীগঞ্জ থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার শেষ বাস ছাড়ে সন্ধ্যা সাতটা দশ নাগাদ। অন্যদিকে জামুরিয়া থেকে আসানসোল এবং রানিগঞ্জ যাবার বেশিরভাগ বাস চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।প্রশাসনিক সূত্রে জানা যায় আসানসোল থেকে জামুরিয়া যাওয়ার একটি বাস রয়েছে রাত সাড়ে আটটা নাগাদ। অভিযোগ এই ৮টার বাস এবং সাড়ে আটটার বাস নিয়মিত চলে না। ফলে রাতের দিকে যাঁরা আসানসোল রাণীগঞ্জ থেকে জামুরিয়া পাণ্ডবেশ্বর ফেরেন তাঁদের পোহাতে হয় দুর্ভোগ। স্থানীয় শুভাশীষ মজুমদার বলেন, হাসপাতাল নার্সিংহোম থেকে রোগীর পরিজনরা অনেক সময় এই শেষ বাসে ফেরেন। কিন্তু বাস নিয়মিত না হওয়ায় অত্যন্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
আসানসোল মহকুমা মিনিবাস মালিক সংগঠনের সম্পাদক সুদীপ রায় বলেন, বাসটি অনিয়মিত চলছে বলে অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হবে। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন আসানসোলের মহকুমা শাসকও।
আরও পড়ুন: বিজেপি থেকে ভারতীর ঘাটালে প্রার্থী হওয়ার জল্পনা তুঙ্গে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584