প্রার্থী বদলের সম্ভাবনাকে ফুৎকারে ওড়ালেন দিলীপ

0
130

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বিজেপি ঘোষিত প্রার্থী বদলের কোনও সুযোগ নেই বলে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাই প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ থাকলেও তা বদল করার কোনও সম্ভাবনা নেই৷ বৃহস্পতিবার ভোরবেলা দিল্লি থেকে ফিরে একথা সাফ জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, আজই হয়তো বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে৷

Dilip Ghosh | newsfront.co
ফাইল চিত্র

ক্ষোভ-বিক্ষোভ-অসন্তোষ, তৃতীয় প্রার্থী তালিকা ও নির্বাচনী রণকৌশল নিয়ে কথা বলতে বুধবার রাতেই দিল্লি উড়ে গিয়েছিলেন রাজ্য বিজেপির নেতারা৷ সেখানে দফায় দফায় বৈঠকে সবিস্তার আলোচনা হয়েছে৷ দিল্লিতে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক সেরে এদিন সকাল ছটা নাগাদ কলকাতায় ফেরেন রাজ্য বিজেপির নেতৃত্ব।

রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, রাহুল সিনহা, রাজীব বন্দ্যোপাধ্যায়রা সকালে একই সঙ্গে কলকাতায় ফেরেন ৷

আরও পড়ুনঃ দুয়ারে সরকার দরকার পড়ল কেন- প্রশ্ন শমীকের

বিমানবন্দরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘আজকের মধ্যেই পুরো প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রার্থী নিয়ে দলে যে সমস্ত ক্ষোভ-বিক্ষোভ রয়েছে, তা দ্রুত মিটে যাবে।’ নির্বাচনী প্রস্তুতি নিয়েও দিল্লিতে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ লুটেরা বাহিনী এলে আপনারা হাতা খুন্তি নিয়ে প্রতিবাদ করবেনঃ মমতা

তিনি জানান, যেসব জায়গায় প্রার্থী নিয়ে ক্ষোভ-বিক্ষোভ রয়েছে, সেখানে নেতৃত্ব কথা বলছে। সবাইকে একজোট হয়ে এই নির্বাচনে লড়াই করার বার্তা দেন দিলীপ ঘোষ। তবে ঘোষিত হওয়া প্রার্থী তালিকা বদলের যে কোনও সম্ভাবনা নেই তাও স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here