অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
প্রথম টেস্টের দলে অস্ট্রেলিয়া কোনও পরিবর্তন করছে না বলে জানানো হয়েছে। ওপেনিং জুটি নিয়ে সমস্যা দেখা দিয়েছিল সিরিজ শুরুর আগে। কিন্তু অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে জো বার্নস ও ম্যাথু ওয়েড ছন্দে ছিলেন। কুঁচকির চোটে ডেভিড ওয়ার্নারকে না পাওয়া গেলেও তাই সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।
ল্যাঙ্গার মেলবোর্ন টেস্টের প্রথম একাদশ নিয়ে বলেছেন, “গত টেস্টের পর যদি টেস্টের দলে বদল ঘটাই, তবে আমাকে বড্ড সাহসী বলে মনে হবে। আগামী কয়েক দিনে কিছু না ঘটলে আমরা একই দল নামাব।“
আরও পড়ুনঃ মেলবোর্ন টেস্ট থেকে বাদ ঋদ্ধি, পৃথ্বী
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দলের বক্সিং ডে টেস্টের জন্য অনুশীলনের একটা ভিডিও পোস্ট করেছে তাদের টুইটারে। যেখানে দলের অনুশীলন থেকে শুরু করে কোচের বার্তা সবকিছুই রয়েছে।
অস্ট্রেলিয়াঃ জো বার্নস, ম্যাথু ওয়েড, মার্নাস লাবুশনে, স্টিভ স্মিথ,ট্রভিস হেড , টিম পেইন (উইকেটরক্ষক / অধিনায়ক), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথন লিয়ন এবং জশ হ্যাজলউড।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584