দেশজুড়ে করোনার চোখরাঙানি! সমালোচনায় সভা কমালেন না মোদি, হাজিরা বেঁধে রাখা হল ৫০০-য়

0
107

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে উদ্বেগজনক পরিস্থিতি দেশজুড়ে। সেকথা মাথায় রেখে সব বড় জনসভা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বামেরা। বাংলা সফর বাতিল করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন একটি সভা ছাড়া আর কোন সভা তিনি করবেন না কলকাতায়। ছোট ছোট সভাতেই দলীয় প্রচার সীমাবদ্ধ রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।

PM Modi | newsfront.co
ফাইল চিত্র

এসব জেনেও বাংলায় প্রচার বন্ধ করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি কলকাতাতেও সভা করবেন পূর্বনির্ধারিত সময়সূচি মেনেই। তবে বিজেপি জানিয়েছে ,প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশ অনুযায়ী কঠোর ভাবে মেনে চলা হবে করোনা বিধি।

করোনা পরিস্থিতি বাংলাতেও যে খুব ভাল এমনটা নয়। স্বাস্থ্য দফতর জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪২৬ জন। অর্থাৎ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৬৮ হাজার ৩৫৩।

আরও পড়ুনঃ করোনাঃ ভারতকে ‘লাল তালিকাভুক্ত’ দেশ ঘোষণা করল ব্রিটেন

এই সবকিছু উপেক্ষা করেই রাজ্যে ভোট প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনে ৪টি সভা করার কথা ছিল মোদির। তবে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দুটি সভা এক দিনেই করবেন বলে জানিয়েছে বিজেপি। পাশাপাশি প্রতিটি জনসভায় সামাজিক দূরত্ব বিধি কঠোর ভাবে মানা হবে বলেই জানা গিয়েছে বিজেপি সূত্রে। সেকথা টুইট করে জানিয়েছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

তিনি লিখেছেন, ‘করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর সভায় করোনা বিধি মানতে হবে সকলকে।’ একই সঙ্গে তিনি লিখেছেন যে, প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশ মেনে বসার জায়গায় রাখা হবে ২ আসনের মধ্যে। মোদির সভায় যাঁরা আসেন তাঁদের সকলকেই করতে হয় কোভিড পরীক্ষা। এই প্রতিটি নিয়মই কঠোরভাবে মেনে চলা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও প্রতিটি সভাতেই রাখা হবে যথেষ্ট পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার। যাঁরা সভায় আসবেন তাঁদের মাস্ক পরা বাধ্যতামূলক, আর কেউ মাস্ক না পরে এলে তাকে মাস্ক দিতে হবে দলের পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here