চাইল্ড ওয়েলফেয়ার কমিটি না থাকায় উদ্ধার হওয়া শিশুদের স্থায়ী ঠিকানা নেই

0
67

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুরঃ

এই মুহূর্তে চাইল্ড লাইনের হেপাজতে মোট ছয় জন রয়েছে। এদের এখনও সুনির্দিষ্ট থাকার কোনও ব্যবস্থা করতে পারেনি চাইল্ড লাইন কর্তৃপক্ষ।এবিষয়ে জেলা শিশু সুরক্ষা দফতর ও আলিপুরদুয়ার চাইল্ড ওয়েল ফেয়ার কমিটিকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি।এই অবস্থায় উদ্ধার হওয়া এই ছয় জনের থাকার ব্যবস্থা নিয়েও সমস্যায় পড়েছে দক্ষিণ দিনাজপুর চাইল্ড লাইন কর্তৃপক্ষ। জেলা চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে বলে জানান চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর সুরজ দাস।দক্ষিণ দিনাজপুর চাইল্ড লাইন উত্তরবঙ্গের জলপাইগুড়ি চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির অধীনে ছিল।৩১ জুলাই উত্তরবঙ্গের জলপাইগুড়ি চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির মেয়াদ শেষ হয়।পাশাপাশি চলতি বছর ২২ ফেব্রুয়ারিতে মেয়াদ উর্ত্তীণ হয় দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির।এরপর নতুন করে আর কোনও কমিটি গঠন হয়নি। তারপর থেকে আলিপুরদুয়ার চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির অধীনে রয়েছে দক্ষিণ দিনাজপুর চাইল্ড লাইন সংস্থা।দূরত্ব ও যোগাযোগ সমস্যার জন্য ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার হওয়া ৬ জনের থাকার বন্দোবস্ত করতে পারছে না চাইল্ড লাইন কর্তৃপক্ষ।
২৯ জুলাই বংশীহারি থেকে আদিবাসী সম্প্রদায়ের এক কিশোরীকে উদ্ধার করে চাইল্ড লাইন। অন্যদিকে কুমারগঞ্জ থেকে গত মাসে ১ তারিখে আর একটি কিশোরীকে উদ্ধার করে চাইল্ড লাইন। প্রশাসনিক জটিলতার কারণে এক মাসের বেশি সময় ধরে ওই দুই কিশোরী চাইল্ড লাইনের হেপাজতেই রয়েছে।অন্যদিকে বালুরঘাট থেকে এক শিশুকে উদ্ধার করে চাইল্ড লাইন। পাশাপাশি গত মাসে হিলি ও তপন থেকে তিনজনকে উদ্ধার করা হয়। সব মিলিয়ে এখন চাইল্ড লাইনে ৫ কিশোরী ও নাবালিকা সহ এক শিশু আছে। এদের থাকার কোনও ব্যবস্থা করতে পারেনি চাইল্ড লাইন কর্তৃপক্ষ।

তাদের থাকার বন্দোবস্ত করতে জেলা শিশু সুরক্ষা আধিকারিক ও আলিপুরদুয়ার চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির সঙ্গে দক্ষিণ দিনাজপুর চাইল্ড লাইন একাধিকবার যোগাযোগ করে।কিন্তু আলিপুরদুয়ার চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি জেলা শিশু সুরক্ষা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে বলে। অন্যদিকে,চাইল্ড লাইনের পক্ষ থেকে জেলা শিশু সুরক্ষা আধিকারিকে জানানো হলে তিনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ।প্রশাসন সূত্রে খবর,চলতি মাসে দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি তৈরি হবে। ইতিমধ্যে উত্তর দিনাজপুরে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি তৈরি হয়ে গেছে।

আরো পড়ুনঃ আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে হয়ে আসা সমকামী ধর্ষন…

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here