এবার রাণীনগর ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা

0
101

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

Raninagar Panchayat Samiti
নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতির নির্দেশ অমান্য করে আজ রাণীনগর ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান বাপির বিরুদ্ধে অনাস্থা সভা সম্পন্ন হল।

Panchayat Members
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন রাণীনগর ১ ব্লকের পঞ্চায়েত সমিতির মোট ১৮ জন সদস্যর মধ্যে ১৭ জন পঞ্চায়েত সমিতির সদস্যরা। পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান বাপির বিরুদ্ধে অনাস্থা এনে ভোট দেন এদিন। পুলিশ বাহিনীর কড়া নিরাপত্তায় মধ্য দিয়ে সম্পূর্ন হল অনাস্থা।

Central force
পুলিশ বাহিনী। নিজস্ব চিত্র

এদিন সাংবাদিকদের এক পঞ্চায়েত সমিতির সদস্য জানান যে, আমরা জেলা সভাপতিকে চিনি না, আমাদের নেতা সৌমিক হোসেন আর তার নেতৃত্বে এই অনাস্থা আনা হয়েছে।

আরও পড়ুনঃ বড়ুয়াতে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডিওয়াইএফআই

Raninagar Panchayat Member
পঞ্চায়েত সমিতির এক সদস্য। নিজস্ব চিত্র

আরো এক সদস্য জানান যে, গত বিধানসভা নির্বাচনে রাণীনগরের প্রার্থী সৌমিক হোসেনের বিরোধিতা করে এবং বিজেপি সহ বিরোধীদেরকে সমর্থন করে তাদের হয়ে ভোট করেছেন। সেই কারণে তাকে দল থেকে ভোটের আগেই বহিষ্কার করা হয়েছিল। এবার পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে সরানো হলো। তবে জেলা তৃণমূলের গোষ্ঠী কোন্দল আজ আবারও প্রকাশে আসল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here