ক্রেতা নেই, জমলো না হাট

0
38

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বিক্রেতা আছে, ক্রেতা নেই।সামাজিক দূরত্ব বিধির বালাই নেই। নেই কোন পুলিশের তৎপরতা। তবুও কোলাহল মুক্ত ক্ষনিকের হাট চলছে। এমনি দৃশ্য দেখা গেল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের সোমবারের সাপ্তাহিক শিশুবাড়ি হাটে।

market | newsfront.co
নিজস্ব চিত্র

লক ডাউনের প্রথম দিকে সরকারি বাধা নিষেধ না মেনে রমরমিয়ে চলছিল হাটটি। কিন্তু আর্থিক কারণে ক্রেতার অভাবে মুখ থুবড়ে পরেছে হাটটি। মার খাচ্ছে সবজি বিক্রেতা সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্রেতার অভাবে জলের দামে বিক্রি হচ্ছে সবজি। হরেক রকম মালের দোকানের মতো ১০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে ঢেড়ষ,ঝিংগা,শশা, করলা ইত্যাদি। মাথায় হাত সবজি উৎপাদনকারী চাষিদের।

আরও পড়ুনঃ পুলিশি ফতোয়া উপেক্ষা করে ডিওয়াইএফআই -এর কিচেনে ঝিঙে দান প্রহ্লাদের

ফালাকাটা ব্লকের কড়াই বাড়ির দাস পাড়ার ক্ষুদ্র সবজি বিক্রেতা বরুন দাস বলেন, “আমরা সবজির ব্যবসা করে কোন রকম সংসার চালাই। এখন লাভের চাইতে লোকসান হচ্ছে বেশি। ফলে প্রচণ্ড আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে।” স্থানীয় এক বাসিন্দা অসীম দাস বলেন, “লক ডাউনের ফলে সাধারণ মানুষের কাছে নগদ অর্থ না থাকায় অনেকের ক্রয় ক্ষমতা কমে গেছে। যার দরুণ অনেকেই হাটে আসছেন না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here