শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
মঙ্গলবার লোকসভায় কেন্দ্র জানিয়েছে এখনই দেশজুড়ে এনআরসি প্রয়োগ করার কোন পরিকল্পনা নেই কেন্দ্রের। দেশব্যাপী এনআরসি বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এদিন বলেন যে, নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯ এর নিবন্ধীকরণ হয় ডিসেম্বর, ২০১৯-এ এবং কার্যকর হয় ১০ জানুয়ারী, ২০২০ তে। কেন্দ্রীয় মন্ত্রী এদিন জানিয়েছেন, সিএএ এর আওতায় থাকা লোকেরা যাবতীয় বিধি ঘোষণার পরে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
কংগ্রেস সাংসদরা এই বিষয়ে এদিন প্রশ্ন করেন সংসদে, তার উত্তরে লিখিতভাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন “এখন পর্যন্ত, সরকার জাতীয় পর্যায়ে ভারতীয় নাগরিকদের জাতীয় নিবন্ধন (এনআরআইসি) প্রস্তুত করার কোন সিদ্ধান্ত নেয়নি।“
আরও পড়ুনঃ ‘বাবরি মসজিদ গড়ে দেব ক্ষমতায় এলে’ টুইটটি আদৌ অখিলেশের নয়, জানাল altNews ফ্যাক্টচেক
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই আসাম এনআরসি প্রসঙ্গে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি-তে অন্তর্ভুক্তির সাপ্লিমেনটারি তালিকার হার্ড কপি এবং এনআরসি-তে নাম বাদ যাওয়ার অনলাইন পরিবারভিত্তিক তালিকা প্রকাশিত হয়েছে ২০১৪ সালের ৩১ অগাস্ট ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584