উন্নয়ন সেই তিমিরেই! ভোটবাবুরা আসেন ভোটের আগে প্রতিশ্রুতি দিতে

0
185

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

Primary school | newsfront.co
নিজস্ব চিত্র

রাস্তা ধুলোয় ঢাকা, পাকা রাস্তায় চলাচলের সৌভাগ্য হয়নি কিশোরী গুলোর। ওই ধুলো উড়িয়েই স্কুল, গৃহশিক্ষকদের কাছে পড়তে যাওয়া সবই চলছে।

Boyra Ghat | newsfront.co
নিজস্ব চিত্র
Student | newsfront.co
স্কুল ছাত্রী। নিজস্ব চিত্র

এমনকি স্বাধীনতার এত বছর পরও শিক্ষার মন্দিরে নেই বৈদুতিক ব্যবস্থা। পানীয় জলের ব্যবস্থা তো দূর। নেই চিকিৎসার সুব্যবস্থাও, জরুরী ভিত্তিতে মেলে না অ্যাম্বুলেন্স। তবে ভোটের আগে দেখা মেলে ভোটবাবুদের। তিমিরবিনাশে প্রতিশ্রুতি তাদের সবচেয়ে বড়ো হাতিয়ার।

water tank | newsfront.co
নিজস্ব চিত্র
Road condition | newsfront.co
মাটির রাস্তা দিয়েই চলছে যাতায়াত। নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার চর বাজিতপুর, ফিরোজপুর, করণদিঘি, রিফিউজি পাড়ার সীমান্তবর্তী এলাকার ১০ থেকে ১২ হাজার লোকের বাস।

River pool | newsfront.co
নিজস্ব চিত্র
Road hole | newsfront.co
নিজস্ব চিত্র

তবুও রাজ্যের উন্নয়ন তারা আজও দেখেননি। পায়নি স্বাস্থ্য পরিষেবা ও আর্সেনিক মুক্ত পানীয় জল। রাস্তা ভালো না হওয়ায় জন্য স্কুল পড়ুয়ারা আজও বর্ষার দিনে টিউশন যাওয়া বন্ধ রাখে।

আরও পড়ুনঃ নবীন প্রবীণের মিশ্রণে বাম প্রার্থী তালিকায় রাজনৈতিক বার্তা

school students | newsfront.co
নিজস্ব চিত্র
No Toilet | newsfront.co
নিজস্ব চিত্র
Water service | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও এসমস্ত কিছুই মানতে নারাজ স্থানীয় বিধায়ক। এই সব কিছুর মূলে পূর্বতন বাম সরকার ও কেন্দ্রীয় সরকারের ঘারেই দোষ চাপিয়েছেন তিনি।

MLA | newsfront.co
স্থানীয় বিধায়ক। নিজস্ব চিত্র

উন্নয়নে কোন ‘না’ নেই, বলেই মত বিধায়ক সাহেবের। জেলা পরিষদের পক্ষ থেকে ১৪ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু হতে চলেছে, ভোটের জন্য পিছিয়ে পড়েছে কাজ বলে সাফাই বিধায়কের।

আরও পড়ুনঃ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

River side area | newsfront.co
নিজস্ব চিত্র
Raghunathganj River bank | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু এই ভোটের খেলায় পিছিয়ে পড়া এলাকা গুলো আরও পিছিয়ে যাবে না তো! উন্নয়ন হবে তো! নাকি স্তোকবাক্যেই ভোট লুটবে নেতারা, আশঙ্কা নিরীহ গ্রামবাসীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here