মাস্টার স্ট্রোক ক্রীড়ামন্ত্রীর ! ঘুচল বিদেশী-ভারতীয় কোচদের পারিশ্রমিকের পার্থক্য

0
56

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ভারতীয় কোচদের সঙ্গে বিদেশিদের বেতনের ব্যবধান ভেঙে দিলো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। একবছর আগে রাজ্য বর্ধন সিংহ রাঠোর চেষ্টা করে যেটা পারেন নি সেটা করে দেখালেন কিরেন রিজু। মাস্টার স্ট্রোক খেললেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী।

Kiren Rijju | newsfront.co
কিরন রিজু। ফাইল চিত্র

দীর্ঘ দিনের ভারতীয় কোচদের অভিযোগ মুছে ফেললেন এবার থেকে যদি যোগ্যতা ও পারফরমেন্স বজায় থাকে তাহলে টাকা পেতে আর অসুবিধা হবে না কোচদের। পারফরমেন্সের ওপর নির্ভর করবে টাকার অংক। এদিন এক বৈঠকের শেষে ক্রীড়া মন্ত্রী কিরেন রিজু বলেন, বিদেশি কোচ আর দেশি কোচ বলে কিছু আর থাকলো না এখন সবাই সমান।

আরও পড়ুনঃ লকডাউনের বাধা কাটিয়ে ১১৭ দিন পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

দুই লক্ষ টাকার চুক্তির উর্দ্ধে সীমা তুলে দেওয়া হল দেশি কোচদের। একই সঙ্গে কোচদের দীর্ঘ মেয়াদের চুক্তির হল চার বছর। প্রসঙ্গ তো এখন ৪৫ জন বিদেশী কোচদের বেতনের ৩ থেকে ১১ লক্ষ টাকা। ১২ শো ভারতীয় কোচের সঙ্গে চুক্তির। দীর্ঘ দিন ধরে ব্যাডমিন্টন কোচ পুরে লা গোপী চাঁদ বলে এসেছেন বৈষম্য না মিটলে উঠতি ভারতীয়রা আর কোচিং করাতে আসবেন না। এখন দেখার সেই মিথ ভাঙে কিনা !

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here