নেই ডাইনিং সেড,মিড-ডে মিল খেতে বসতে হয় বারান্দায়

0
434

মনিরুল হক,কোচবিহারঃ

no dining only available for floor
নিজস্ব চিত্র

মিড-ডে মিলের ডাইনিং হল না থাকায় সমস্যা দেখা দিয়েছে মাথাভাঙ্গা ২ নং ব্লকের বিভিন্ন স্কুল,এমএসকে ও এসএসকে গুলিতে।বেশির ভাগ স্কুলেই ডাইনিং হল নেই।বাধ্য হয়ে ছাত্র ছাত্রীদের খোলা মাঠে অথবা স্কুলের বারান্দায় বসে খেতে হচ্ছে মিড-ডে-মিল।

no dining only available for floor
বারান্দায় বসে মিল খাচ্ছে ছাত্র ছাত্রীরা। নিজস্ব চিত্র

বিশেষ করে নিশিগঞ্জ,পারডুবি এলাকায় প্রাথমিক স্কুল গুলিতে ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য কোন ডাইনিং শেড নেই।দুই একটি স্কুলে ডাইনিং শেড থাকলেও বাকি স্কুলের ডাইনিং শেড নেই।একই অবস্থা মাথাভাঙ্গা ১নং ব্লকের শহর অঞ্চল বাদে অনেক স্কুল,এমএসকে ও এসএসকে গুলিতে ডাইনিং শেড না থাকায় খোলা মাঠে ও পরিচ্ছন্ন পরিবেশে মিড মিল খাওয়ানো হয়।

আরও পড়ুনঃ মিড-ডে মিল দুর্নীতির অভিযোগ চাঁচলে

no dining only available for floor
নিজস্ব চিত্র

স্কুলের পক্ষ থেকে অভিযোগ, করা হয়েছে ডাইনিং শেড না থাকায় ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে।বৃষ্টির সময় তাদের স্কুলের বারান্দার বসিয়ে খাওয়ানো হয়।এবিষয়ে বারে বারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ডাইনিং শেড করা হলে ছাত্র ছাত্রীরা উপকৃত হবে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত স্কুল, এমএসএসকে ও এসএসকে গুলিতে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে ডাইনিং শেড করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ।ভোট শেষ হলে এই কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here