প্রসূতি বিভাগে চিকিৎসক না থাকায় বিক্ষোভ দিনহাটায়

0
60

মনিরুল হক,দিনহাটাঃ

দিনহাটা মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে চিকিৎসক না থাকায় সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন রোগী ও তাদের আত্মীয়রা। এদিন এই ঘটনাকে ঘিরে উত্তেজনা দেখা দেয় হাসপাতাল চত্বরে। রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ, হাসপাতালের প্রসূতি বিভাগের কোন প্রসূতি চিকিৎসক রোগী দেখার জন্য বসে নি। ফলে রোগীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। এর পরেই রোগীর পরিজনরা ক্ষুব্ধ হয়ে বেলা ৩টা নাগাদ সুপারের ঘরে সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিজস্ব চিত্র

ক্ষুব্ধ রোগী ডলি বর্মণ বলেন, “গত সপ্তাহে চিকিৎসকরা আমাদের আসতে বলেন। আমরা সেদিন এসেও ঘুরে যাই। আজ বুধবার যখন আসলাম টিকিট দিলেন ১১টা থেকে ৩টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি। যতবার গিয়ে প্রসূতি বিভাগের জিজ্ঞাসা করেছি তত বারে তারা আমাদের বলেছেন হাসপাতালে রোগী দেখছেন চিকিৎসক। এরপর রোগীরা রেগে গেলে প্রসূতি বিভাগ থেকে বলেন ডাক্তারবাবু মাথাভাঙ্গা চলে গিয়েছেন। এর পরেই আমরা সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাই।

নিজস্ব চিত্র

হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার মিঠুন বণিক জানান,“আজকের কর্তব্যরত প্রসূতি বিভাগের চিকিৎসক অন্য একটি কাজে ব্যস্ত হয়ে পড়ায় তিনি বহির্বিভাগে বসতে পারেন নি। এর জন্য ওই সমস্যার সৃষ্টি হয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here