শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মেট্রোয় যাতায়াত করতে হলে এখন সঙ্গে অবশ্যই সঙ্গে রাখতে হচ্ছে স্মার্ট কার্ড এবং ই-পাস। কিন্তু এই বজ্র আঁটুনিতেও সোমবার প্রথম দিনে দেখা গিয়েছে, যাত্রীসংখ্যা নেহাৎই কম এবং ৬০ শতাংশ যাত্রী ই-পাস নিয়েও আসেননি। ফলে এবার প্রবীণদের জন্য কিছুটা নিয়ম শিথিল করল কর্তৃপক্ষ।
মেট্রোর তরফে জারি করা এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত প্রবীণ নাগরিকদের জন্য মেট্রোয় কোনও ই-পাস লাগবে না। বয়সের প্রমাণপত্র ও আইডি কার্ড দেখিয়েই মেট্রোতে যাতায়াত করতে পারবেন প্রবীণ নাগরিকরা।
প্রসঙ্গত, আনলক ফোর পর্যায়ে সারা দেশের সঙ্গে সোমবার থেকে কলকাতা মেট্রোতেও শুরু হয়েছে সাধারণ যাত্রীদের জন্য যাতায়াত। কিন্তু আগের থেকে এখন যাতায়াত করার ক্ষেত্রে বিধি অনেকটাই পালটে গিয়েছে। শুধু স্মার্ট কার্ড থাকলেই হবে না, অ্যাপের মাধ্যমে ই-পাস বুক করে তবেই মেট্রোয় ওঠা যাচ্ছে।
কিন্তু পুরনো সময়ের লোক হওয়ায় এই নতুন পদ্ধতিতে বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছেন শহরের প্রবীণ নাগরিকরা। অনেকে প্রয়োজন থাকলেও ই পাস জোগাড় করে উঠতে পারছেন না। সেই কারণেই মঙ্গলবার নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কীভাবে সহজেই বয়স্করা এবার থেকে মেট্রো সফর করতে পারবেন।
আরও পড়ুনঃ প্রথম দিনে দুপুর পর্যন্ত কলকাতা মেট্রোয় চড়ল প্রায় ৯ হাজার যাত্রী
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যে কোনও ধরনের পরিচয়পত্র, যেমন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স –মধ্যে যে কোনও একটি নিয়ে মেট্রো কাউন্টারে দেখালেই তিনি স্টেশনে প্রবেশের অনুমতি পাবেন।
আরও পড়ুনঃ সুব্রত গঠিত তৃণমূল হিন্দি সেলের চেয়ারম্যান দীনেশ, লক্ষ্য অবাঙালি ভোটব্যাঙ্ক
এরপর নিজের স্মার্ট কার্ড দিয়ে মেট্রোয় যাতায়াত করতে পারবেন। যদি স্মার্ট কার্ড না থাকে, তাহলে তিনি কাউন্টার থেকে তা সংগ্রহ করেই মেট্রোয় উঠতে পারবেন। স্বাভাবিক ভাবেই মেট্রোর এই ঘোষণায় খুশি শহরের প্রবীণরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584