নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বেসরকারি স্কুলগুলিকে হুঁশিয়ার করলো রাজ্য। বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে কোনও ফি বৃদ্ধি করা যাবে না। স্কুল ফি থেকে বাদ দিতে হবে পরিবহণ, কম্পিউটার, ল্যাব ও লাইব্রেরি ফি। এছাড়া নতুন কোনও ফি নেওয়া যাবে না বলেও মঙ্গলবার সাফ জানিয়ে দিল রাজ্য। পাশাপাশি অনলাইন ক্লাস থেকে কোনও পড়ুয়াকেও বাদ দেওয়া যাবে না বলেও এদিন জানিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, বেসরকারি স্কুলের বকেয়া ফি মেটানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত ৩১ জুলাই পর্যন্ত বাকি থাকা ফি আগামী ১৫ আগস্টের মধ্যে অভিভাবকদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিনীত রুইয়া নামে এক অভিভাবক, লকডাউন এবং কোভিডের জন্য উদ্ভুত পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলো ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কেবল টিউশন ফি নিক বলে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।
আরও পড়ুনঃ করোনা ভ্যাকসিন তৈরিতে সফল দাবি অক্সফোর্ডের
আবেদনে বিনীত জানান, স্কুলগুলি টিউশন ফি ছাড়াও অন্য বিভিন্ন খাতে পড়ুয়াদের কাছ থেকে বিপুল টাকা নেয়। সেই বাড়তি টাকা নেওয়া বন্ধ করুক বেসরকারি স্কুলগুলি-আবেদনে এমনটাই জানিয়েছিলেন তিনি। অভিভাবকদের ফোরামের পক্ষ থেকে দায়ের করা এই জনস্বার্থ মামলাটি করা হয়েছিল শহরের চারটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ ক্ষমতায় ফিরলে আজীবন ফ্রি রেশন, ২১-র সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। প্রায় ৯০ মিনিট ধরে সব পক্ষের সওয়াল-জবাবের পর বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, যাঁরা এখনও স্কুলের বকেয়া ফি মেটাননি, সেই অভিভাবকদের আগামী ১৫ আগস্টের মধ্যে ৩১ জুলাই পর্যন্ত বকেয়া মিটিয়ে দিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584