মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা পরীক্ষার দামের আর থাকছে না ঊর্ধ্বসীমা। এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বেসরকারি ল্যাবে এতদিন সর্বোচ্চ ৪৫০০ টাকা নেওয়া যেত আরটি-পিসিআর টেস্টের জন্য। কেন্দ্রের কথায়, এবার রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলি বেসরকারি ল্যাবের সঙ্গে আলোচনা করে দাম ঠিক করতে পারে।
আগে দেশে করোনা টেস্টের জন্য কিট তৈরি হত না। তাই বাইরে থেকে করোনা কিট নিয়ে আসতে হত। কিন্তু এখন দেশের কিট প্রস্তুত হচ্ছে। সেই কারণে ১৭ মার্চ নির্দেশ দেওয়া হয়েছিল যে ৪৫০০ টাকার ওপর নেওয়া যাবে না পরীক্ষা করার জন্য। সেই নির্দেশ এখন ধার্য হবে না।
আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃলকডাউনের মেয়াদ সম্ভবত ১৫ই জুন পর্যন্ত বাড়তে চলেছে
তাই বেসরকারি ল্যাবের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে দাম ধার্য করতে পারে রাজ্যগুলি। বর্তমানে ৪২৮টি সরকারি ও ১৮২টি বেসরকারি ল্যাব আছে যেখানে করোনাভাইরাসের পরীক্ষা হয়। আইসিএমআর কর্তার মতে অনেকেই এখন ঘরোয়া বাজার থেকে কিট নিচ্ছে, তাই কমছে দাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584