সুদীপ পাল,বর্ধমানঃ
নোংরা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা করা আছে। কিন্তু সেই জায়গা থেকে উপচে রাস্তায় আসছে আবর্জনা।আবর্জনার দুর্গন্ধে নাকাল নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ।বর্ধমান শহরের জি টি রোডের ধারে পড়ে থাকা জঞ্জালে সমস্যা হচ্ছে ছোটনিলপুর এলাকায়।
বর্ধমান শহরের প্রধান রাস্তা জি টি রোড। জি টি রোডের ধারে ভ্যাট আছে।পুরসভার তরফে এই ভ্যাটগুলি বসানো হয়েছিল। কিন্তু ভ্যাটগুলি নিয়মিত পরিষ্কার না হওয়ার ফলে সমস্যা বেড়ে গেছে। নিয়মিত পরিষ্কার না হওয়ায় ভ্যাটগুলি থেকে নোংরা উপচে রাস্তায় জমে যাচ্ছে। বাসিন্দারা অভিযোগ করছেন ভ্যাটগুলিতে ইদানিং মৃত পশুর দেহ ফেলা হচ্ছে।তাতে তীব্র দুর্গন্ধ হচ্ছে। এতে নাকাল হচ্ছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। তাছাড়া অনেক সময়ই কুকুরগুলি এই ভ্যাট থেকে খাবার সংগ্রহ করে। ফলে সেই জঞ্জাল নিয়ে টানাটানি করতেই তা আরো ছড়িয়ে পড়ে। পরিবেশ দূষণের সাথে সাথে দুর্গন্ধে টেকা দায় হচ্ছে মানুষের। ছোটনিলপুর মোড়ের ভ্যাটে এই সমস্যা দেখা যাচ্ছে। অথচ কয়েক হাত দূরত্বে রয়েছে বর্ধমান পুলিশ লাইন। পুলিশ প্রশাসন কেন নজর দিচ্ছেন না সেই বিষয়টিও সাধারণ মানুষরা আবেদন করছেন।এলাকার মানুষদের বক্তব্য, ভ্যাট নিয়মিত যাতে পরিষ্কার হয় সে বিষয়ে নজরদারি বাড়ানো হোক। বর্ধমান পুরসভার প্রশাসক পুষ্পেন্দু সরকার জানান, পুরসভার পক্ষ থেকে ভ্যাট নিয়মিত পরিষ্কার করা হয়।তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: পারিবারিক বিবাদে মহিলা সহ আহত চার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584