শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত সংক্রমণের কারণে ফের বাড়ল নিষেধাজ্ঞার মেয়াদ। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ দেশের ৬ টি শহর থেকে কলকাতায় কোনও বিমান আসবে না। তবে দেশের অন্যান্য প্রান্ত থেকে কলকাতায় উড়ান ওঠানামা করবে। এই নিয়ে তৃতীয়বার এ নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।
প্রসঙ্গত, সোমবারই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পি এস খারোলাকে চিঠি লিখে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চলতি মাসের শেষ পর্যন্ত দিল্লি, মুম্বই, চেন্নাই, পুণে, আমদাবাদ এবং নাগপুর থেকে কোনও উড়ান কলকাতা বিমানবন্দরে না নামলেই ভালো হয়।
The restriction on arriving flights to #KolkataAirport from 6 cities viz Delhi, Mumbai,Pune,Chennai, Nagpur & Ahmedabad has been extended upto 15th August 2020. @AAI_Official @MoCA_GoI @HardeepSPuri @arvsingh01 @HomeBengal @MoHFW_INDIA @wbdhfw
— Kolkata Airport (@aaikolairport) July 30, 2020
কারণ কলকাতায় এখনও সংক্রমণ ভাল মাত্রাতেই রয়েছে। তার প্রেক্ষিতেই এই নির্দেশিকা দিয়েছে বিমান মন্ত্রক।তবে অনেকেই মনে করছেন, ওই ছ’টি শহর থেকে কলকাতায় উড়ান নামার উপর নিষেধাজ্ঞা চাপানো একেবারেই যুক্তিসঙ্গত নয়।
আরও পড়ুনঃ আমপান ত্রাণের জন্য নতুন করে প্রায় ৬ লক্ষের আবেদন
কারণ কেউ ওই ছ’টি শহর থেকে সরাসরি কলকাতায় আসতে না পারলেও অন্য জায়গা থেকে ঘুরে অনায়াসে কলকাতায় ফিরতে পারেন। অর্থাৎ চেন্নাই থেকে কেউ হায়দ্রাবাদ চলে যেতে পারেন। সেখান থেকে অনায়াসে উড়ান ধরে কলকাতায় ফিরতে পারেন।
সেক্ষেত্রে যাতায়াতে ঝক্কি তো বাড়ছে, বাড়তি খরচও হচ্ছে। একইসঙ্গে সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। যদি দেশের অন্যান্য সব কটি রাজ্য নির্দেশিকা বহাল রাখত, তাহলে তবু কিছু লাভ হত। তাই এই ধরনের নির্দেশিকা বজায় রেখে আদৌ লাভ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584