রাজ্যবাসীকে ফেরাতে কলকাতাকে বিমান দেয়নি কেন্দ্র, চিঠি প্রকাশ্যে এনে অভিযোগ

0
87

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বন্দে ভারত মিশন’-এর দ্বিতীয় পর্যায় চলে এলেও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কলকাতার জন্য কোনও আন্তর্জাতিক উড়ান বরাদ্দ করা হয়নি৷ এ দিন ট্যুইট করে এই দাবি করেছে রাজ্যে স্বরাষ্ট্র দফতর৷

airport | newsfront.co
প্রতীকী চিত্র

অথচ করোনা সংক্রমণ ঠেকানোর জন্য কোয়ারেন্টাইন ব্যবস্থা সহ যাবতীয় সতর্কতা মেনেই বিদেশে আটকে থাকা রাজ্যবাসীকে ফেরাতে প্রস্তুত ছিল রাজ্য প্রশাসন৷ এক সপ্তাহ আগে চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারকে তা জানানোও হয়েছিল৷ তা সত্ত্বেও কেন এই আচরণ, তা নিয়ে ট্যুইটে প্রশ্ন তুলেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর।

কিছুদিন আগে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার কোনও ব্যবস্থা নেয়নি, এই মর্মে রাজ্যকে চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই দাবিকে ভিত্তিহীন দাবি করে নিজেদের পুরো পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

schedule | newsfront.co
পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দফতরের টুইটার

এবার বিদেশে আটকে থাকা প্রবাসী ভারতীয়দের কলকাতায় ফেরাতে যে কেন্দ্র সচেষ্ট নয়, নিজেদের পাঠানো চিঠির মারফত তা তুলে ধরে পরিষ্কার জানিয়ে দিল রাজ্য স্বরাষ্ট্র দফতর। কেন্দ্রের চিঠির পাল্টা এবার বিদেশে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের ফেরানো নিয়ে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করল রাজ্য প্রশাসন৷

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান দুঃখজনক, ট্যুইট রাজ্যপালের

প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রবাসী ভারতীয়দের দেশে ফেরানোর লক্ষ্যে বন্দে ভারত মিশনের প্রথম পর্যায় সম্পূর্ণ হয়েছে। এবার বন্দে ভারত মিশনের দ্বিতীয় পর্যায় ৩১টি দেশ থেকে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। আমেরিকা, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইতালি, রাশিয়া, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানো হবে৷

letter | newsfront.co
পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দফতরের টুইটার

১৬ মে থেকে দেশে ফিরতে শুরু করবেন প্রবাসী ভারতীয়রা৷ এবারে মুম্বই, দিল্লি, কোচি, বেঙ্গালুরুর মতো বিভিন্ন শহরে বিদেশ থেকে বিশেষ বিমান আসার কথা৷ কিন্তু বন্দে ভারত মিশনের প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়েও সেই তালিকায় কলকাতা নেই৷ ফলে বিদেশে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দারা সরাসরি কলকাতায় ফেরার সুযোগ পাচ্ছেন না৷ কলকাতার অনেক বাসিন্দাই ভারতের অন্যান্য রাজ্যে নামতে বাধ্য হচ্ছেন।

allegation letter | newsfront.co
পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দফতরের টুইটার

রাজ্য স্বরাষ্ট্র দফতর এ দিন যে ট্যুইট করে জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে গত ৮ মে রাজ্যের মুখ্যসচিব একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিও ট্যুইটে দেখানো হয়েছে। চিঠিতে রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে জানানো হয়, বিদেশ থেকে এ রাজ্যে কেউ ফিরলে তাঁদের কোয়ারেন্টাইনে রাখা, নোডাল অফিসার রাখা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলার জন্য রাজ্য প্রশাসন প্রস্তুত৷ কলকাতা বিমানবন্দরেও যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে৷

বিদেশ থেকে যাঁরা এ রাজ্য ফিরবেন, তাঁদের নাম সহ বিস্তারিত তথ্য রাজ্য সরকারকে আগে থেকে জানানোর জন্যও রাজ্যের মুখ্যসচিব ওই চিঠিতে অনুরোধ করেছিলেন৷ ওই ট্যুইটে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন দেশে আটকে থাকা আমাদের মানুষকে স্বাগত জানাতে আগ্রহী এবং তার জন্য কোয়ারেন্টাইন ব্যবস্থা সহ যাবতীয় আয়োজন যে তৈরি, তার বিস্তারিত ব্যাখ্যা অনেকদিন আগেই ভারত সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে৷ বাংলা বিমানের অপেক্ষায় রয়েছে৷’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here