ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের ঘরোয়া বিমান চলাচল নিয়ন্ত্রণ করার ব্যাপারে সম্মতি দিল কেন্দ্রীয় সরকার। কলকাতা এয়ারপোর্ট কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে যে দেশের ৬টি শহর দিল্লী, মুম্বাই, চেন্নাই, পুনে, নাগপুর ও আমেদাবাদ থেকে কোনও বিমান আগামী ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত কলকাতা বিমানবন্দরে নামবে না।
It is informed that no flights shall operate to Kolkata from Delhi,Mumbai, Pune, Nagpur,Chennai & Ahmedabad from 6th to 19th July 2020 or till further order whichever is earlier. Inconvenience caused is regretted.@AAI_Official @MoCA_GoI @ushapadhee1996 @HardeepSPuri @arvsingh01
— Kolkata Airport (@aaikolairport) July 4, 2020
আসলে পশ্চিমবঙ্গে গত সপ্তাহখানেক ধরে ভয়াবহ হারে বেড়েছে সংক্রমণ। এই অবস্থায় পশ্চিমবঙ্গে ঘরোয়া বিমান চলাচল নিয়ন্ত্রণ করতে কেন্দ্রকে চিঠি দিয়ে রাজ্য সরকার দেশের হটস্পট এলাকা থেকে পশ্চিমবঙ্গে আগামী ২ সপ্তাহ কোনও বিমান না পাঠাতে অনুরোধ করে। সঙ্গে অন্যান্য জায়গা থেকে সপ্তাহে একদিন বিমান চালানোর অনুরোধ করা হয়।মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশাসনের কর্তাদের ধারণা, পরিযায়ী শ্রমিকদের ধাক্কা সামলে উঠতে পারলেও এই মুহূর্তে আনলক ফেজে চিন্তা বাড়িয়েছে হটস্পট এলাকা থেকে আসা ট্রেন ও উড়ান।
আরও পড়ুন:রাজ্য প্রশাসনে একাধিক দফতরে সচিবদের রদবদলের নির্দেশ
তাই এতে লাগাম টানার পক্ষে সোমবারই সওয়াল করেছিলেন মমতা। ভিনরাজ্য থেকে বিমানে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অসামরিক বিমান চলাচল মন্ত্রকের কোনও পরিকাঠামো না থাকায় বাড়তি ভার বইতে হচ্ছে রাজ্য সরকারকে। এমনকি ঘুরপথে যাত্রী এলেও তা বুঝতে সমস্যা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584