ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
মঙ্গলবার দেশের শীর্ষ আদালত সিএএ বিরোধী আন্দোলন কর্মী শারজিল ইমামের আবেদনের ভিত্তিতে চার রাজ্যকে নোটিশ জারি করল। শারজিল দাবি করেছেন যে দেশের বিভিন্ন প্রান্তে তার বিরুদ্ধে দায়ের করায় এফআইআর গুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিরোধী মতকে দাবিয়ে দেওয়ার প্রয়াস।
দেশের শীর্ষ আদালতের জাস্টিস অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চের সামনে বর্ষীয়ান আইনজীবী সিদ্ধার্থ দাভে আবেদন করেন যে শারজিলের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে দায়ের করা এফআইআর গুলো একত্রীকরণ করা হোক এবং দিল্লিতে বদলি করা হোক।
আইনজীবী সিদ্ধার্থ দাভে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে রিপাবলিক টিভি এডিটর অর্নব গোস্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার উদাহরণ টেনে শীর্ষ আদালতকে স্মরণ করিয়ে দেন যে অর্ণবের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর গুলো রদ করে দিয়ে শুধুমাত্র নাগপুরে দায়ের হওয়া এফআইআর মুম্বাইয়ে বদলি করা হয়েছে।
সলিসিটর জেনারেল তুষার মেহেতা বিরোধিতা করে দাবি করেন যে শারজিলের বিরুদ্ধে আসাম ,উত্তরপ্রদেশ ও অরুণাচল প্রদেশ দায়ের হওয়া মামলাগুলোর অবশ্যই আগে শুনানি হওয়া উচিত। তিনি পাল্টা যুক্তি দিয়ে আরও দাবি করেন যে অর্ণব গোস্বামী আর শারজিল ইমামের ব্যাপারটা পুরোপুরি আলাদা।
শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত শুনানি দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেয় এবং দিল্লি, উত্তরপ্রদেশ, আসাম ও অরুণাচল প্রদেশ সরকারকে ইমামের আবেদনের ভিত্তিতে নোটিশ জারি করে।
আরও পড়ুন:সিএএ বিরোধী আন্দোলন:দুই ‘পিঞ্জড়া তোড়’ মহিলা কর্মী জামিন পাওয়ার পর আবার গ্ৰেফতার
গত জানুয়ারি মাসের ২৮ তারিখে শারজিলকে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা বিহারের জেহানাবাদ থেকে গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে দেশদ্রোহিতারও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584