সুদীপ পাল,বর্ধমানঃ
ভাঙাচোরা বেহাল রাস্তা।সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার।তার মধ্যে দিয়েই হেডলাইটের ভরসায় চলছে গাড়ি।এমনই আবস্থা মানকর বুদবুদ রাস্তার।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মানকরের ক্যাম্পের মোড় থেকে বুদবুদ প্রবেশ করার আগে পর্যন্ত রাস্তায় ইলেকট্রিক খুঁটি থাকলেও অনেকক্ষেত্রেই আলো জ্বলছে না ফলে অন্ধকারের মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে পথচারীদের।

তাছাড়া রাস্তার অবস্থাও ক্রমশ বেহাল হচ্ছে তাই পথ চলতে আরো সমস্যায় পড়তে হচ্ছে।অথচ এই রাস্তার উপর নির্ভর করে মানকর, অমরারগড়,ভাতকুন্ডা প্রভৃতি এলাকাগুলি। কারন পথটি সরাসরি জাতীয় সড়কের সাথে যুক্ত হয়।তাছাড়া এই রাস্তার উপর ব্যাঙ্ক, কিষাণ মান্ডি,মানকর রেল স্টেশন অবস্থিত হওয়ায় সব সময়ই ভালো চাপ থাকে। স্থানীয় বাসিন্দা সুরজ সাউ বলেন,এই রাস্তা দিয়ে মানকর ও বুদবুদের বিদ্যালয়, মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যাতায়াত করে। বুদবুদ বাজার,মানকর বাজার এই রাস্তার সাথে সংযুক্ত থাকায় ব্যবসায়ীরা নিয়মিত এই পথটি ব্যবহার করে। কিন্তু রাস্তায় আলোর ব্যবস্থা বিশেষ না থাকায় সন্ধ্যের পর পথ চলতে সমস্যা হয়। স্থানীয় বিজেপি নেতা অখিলবন্ধু চক্রবর্তী বলেন,প্রধান এই রাস্তায় যাতে আলোর ব্যবস্থা করা হয় সেজন্য প্রশাসনের নজর দেওয়া উচিৎ।স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়,রাস্তায় আলোর ব্যবস্থা করা হয়েছিল তবে কয়েকটি কেন এখন কাজ করছে না সেদিক নজর দেওয়া হবে।
আরও পড়ুনঃ ডাইনি সন্দেহে ঘরছাড়া করার অভিযোগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584