সুপার স্পেশালিটি হাসপাতালে নেই ওষুধ,সরকারি নির্দেশ উপেক্ষা করে বন্ধ দোকান,মারা গেল রুগী

0
116

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

No medicine available in super speciality hospital
নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম শহরে সরকারি নির্দেশ থাকা সত্বেও রাতে বন্ধ ওষুধের দোকান। মারা গেলেন রোগী।মৃতার নাম গীতা মৈত্র। একটি মৃত্যু তুলে দিল হাজারো প্রশ্ন ?রোগীর নাতি প্রতীক মৈত্র বলেন,’গতকাল আমার ঠাকুমা অসুস্থ হওয়ায় ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে এনেছিলাম।তখন ঠাকুমাকে সিসিইউতে ভর্তি করানো হয়। একটি ওষুধ কেনার জন্য প্রেসক্রিপশনে আমাদের লিখে দেওয়া হয়।

No medicine available in super speciality hospital
নির্দেশ উপেক্ষা করে বন্ধ ওষুধের দোকান।নিজস্ব চিত্র

হাসপাতালেও ওই জীবন দায়ী ওষুধ ছিল না। সরকারি ন্যায্য মূল্যের ওষুধ দোকানও খোল থাকলেও ছিলনা ওই ওষুধটি।মহকুমা শাসকের নির্দেশ অনুসারে প্রতি রাতে একটি খোলা থাকার কথা।ওই তালিকায় আমরা দেখি গতকাল রাতে ঝাড়গ্রাম মেডিকেল খোলা থাকার কথা।

আরও পড়ুনঃ বেতনের দাবীতে কর্মবিরতিতে হাসপাতালের অস্থায়ী কর্মীরা

রাত সাড়ে ১২টা নাগাদ গিয়ে দেখি ওই দোকান বন্ধ।দোকানের ফোন নম্বরে ফোন করে দেখি তাও সুইচ অফ।ঝাড়গ্রাম থানায় ফোন করি।পুলিশও আসে ঘটনাস্থলে।কিন্তু দোকান খোলানো যায়নি।ভোর রাতে মৃত্যু হয় ঠাকুমার।প্রশ্ন উঠছে তাহলে এহেন সরকারি নির্দেশিকার মানে কি ?আর কত রোগী মারা গেলে হুঁশ ফিরবে ওষুধ দোকানদার বা প্রসাশনের।সুপার স্পেশালিটি হাসপালেও নেই জীবনদায়ী ওষুধ(!)প্রশ্ন তুলেছেন মৃতার পরিবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here