নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মোরেটরিয়ামের সুবিধা নিলেও দিতে হবে না সুদের উপর বাড়তি সুদ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। লকডাউনে মোরেটোরিয়াম বা ঋণের কিস্তি স্থগিত রাখার সুযোগ যারা নিয়েছিলেন তাদের স্বস্তি দিয়ে আজ সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কিস্তি না দিলেও ঋণের ওপরে বাড়তি সুদ দিতে হবে না।
অগাস্ট মাস পর্যন্ত ৬ মাসের জন্য এই সুদ দিতে হবে না। এই নিয়ম কার্যকর হবে ২ কোটি টাকা ঋণ নেওয়া পর্যন্ত। সুপ্রিম কোর্টে একটি হলফনামায় সরকার বলেছে যে, এই অভূতপূর্ব পরিস্থিতিতে সুদের বোঝা বহন করাই সরকারের একমাত্র সমাধান।
এই সিদ্ধান্তের জন্য সংসদের অনুমোদন চাইবে সরকার। এই পদক্ষেপের ফলে হাজার হাজার ক্ষুদ্র ঋণগ্রহীতা উপকৃত হবেন এবং যারা তাদের বকেয়া পরিশোধ করেছেন তাদেরও অন্তর্ভুক্ত করা হবে।
আরও পড়ুনঃ যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই যাত্রীবাহী ট্রেন চালানো হবে, জানাল রেল
হলফনামায় অর্থ মন্ত্রক জানিয়েছে, শিক্ষা, আবাসন, ক্রেডিট-কার্ডের বকেয়া বাবদ নেওয়া ঋণের জন্য সুদের ওপর সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট গ্রহীতার কাছ থেকে নেবে না ব্যাংকগুলি, এই অতিরিক্ত সুদের পরিমাণ বহন করবে সরকার।
আরও পড়ুনঃ হাথরাসে অভিযুক্তদের সমর্থনে বিক্ষোভ ঠাকুর সম্প্রদায়ের
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৫ মার্চ দেশ জুড়ে জারি হয় লকডাউন। তার পর মার্চ থেকে অগাস্ট পর্যন্ত ঋণের কিস্তি স্থগিতের সুযোগ দেওয়া হয় ঋণ গ্রহীতাদের। ওই সময়ে ঋণের কিস্তি না দিলেও কোনও জরিমানা দিতে হবে না। পরে এই সময়সীমা ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ায় রিজার্ভ ব্যাঙ্ক।
পরে দেখা যায় ব্যাঙ্কগুলি বকেয়া অর্থের ওপর এই মোরেটোরিয়ামের মাসগুলিতে অতিরিক্ত সুদ বসাচ্ছে। অর্থাৎ ( সুদ + আসলের) ওপর অতিরিক্ত সুদ দিতে হচ্ছে দেরির কারণে। এর বিরোধিতা করে বহু জনস্বার্থ মামলা হয়, সব মামলা একত্রিত করে শুনানি হয়। শেষ শুনানিতে আদালত জানায়, রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় সরকার সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে ৩ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দিয়ে সেই সিদ্ধান্ত জানাক। সেই সিদ্ধান্তই জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584