শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কিছুদিন আগেই উপসর্গহীনদের করোনা টেস্ট না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এবার নমুনা পরীক্ষার আগেই করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি কোনও রোগীর মৃত্যু হলে আর তাঁর লালারস আর টেস্ট করা হবে না, এমন সিদ্ধান্ত নিল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল। ওই হাসপাতালের রোগীকল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সূত্রের খবর।
কিন্তু এই সিদ্ধান্তের পিছনে কারণ কী? জানা গিয়েছে, মর্গে দেহের পরিমাণ কমানো এবং রোগীর পরিবারের হেনস্থা রুখতেই এই সিদ্ধান্ত। এখন অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে, করোনা সন্দেহে ভর্তি রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তিনি। কিন্তু সেক্ষেত্রে দেহ আটকে রাখা হচ্ছে নমুনা পরীক্ষার জন্য। সেই রিপোর্ট এলে তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর এই গোটা পদ্ধতি যথেষ্ট সময় সাপেক্ষ।
আরও পড়ুনঃ দক্ষতা অনুযায়ী কাজ দিতে পরিযায়ী শ্রমিকদের ‘স্কিল ম্যাপিং’ শুরু রাজ্যের
এই সমস্ত দিক বিবেচনা করেই এনআরএস হাসপাতালের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামীতে নমুনা পরীক্ষার আগেই করোনা সন্দেহে ভর্তি কোনও রোগীর মৃত্যু হলে তাঁর লালারস টেস্ট হবে না। বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানিয়েছেন রোগীকল্যান সমিতির চেয়ারম্যান সাংসদ শান্তনু সেন।
আরও পড়ুনঃ ঘ্রাণ শক্তি খিদে কমে যাওয়া করোনার লক্ষ্মণ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নয়া নির্দেশিকা
তবে তিনি জানিয়েছেন, নীলরতন সরকার হাসপাতালের ক্ষেত্রে নমুনা পরীক্ষার আগে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি কোনও রোগীর মৃত্যু হলে পরিবারকে বুঝিয়ে কোভিডে মৃতের মতো করেই তাঁর দেহ দাহ করা হবে। সে তিনি আসলে করোনায় আক্রান্ত হন অথবা নাই হন। সেই সঙ্গে মৃতের পরিবার ও তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকের নমুনা চাইলে পরীক্ষা করে নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584