শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
হাওড়া ও কলকাতার পুরভোটে অনিশ্চয়তা। এখনই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করছে না রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত জানিয়েছেন যে, ভোট নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত পুরভোট সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে না। এই মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে।
কলকাতা হাইকোর্টে বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। মামলার আবেদনে বলা হয় যে, শুধু কলকাতা ও হাওড়া পুরসভা ভোট কেন! রাজ্যের সবকটি বকেয়া পুরভোট এক সঙ্গে করানো হোক।
আরও পড়ুনঃ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফের এবিভিপি-র হামলা, আহত ৪ বাম ছাত্র
এই মামলার শুনানিতে মঙ্গলবার, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘কেন সব পুরসভায় একসঙ্গে ভোট করানো হচ্ছে না?’ জবাবে কমিশনের আইনজীবী বলেন, ‘আমরা এ বিষয়ে হলফনামা জমা দেব।’ মঙ্গলবার কমিশনের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত আদালতকে জানান, যত দিন মামলার শুনানি চলবে, ততদিন পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে না রাজ্য নির্বাচন কমিশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584