ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
মহারাষ্ট্রের পালঘর জেলার গাডচিঞ্চলে গ্রামে দুই সাধু ও তাদের গাড়িচালককে নির্মমভাবে হত্যার ঘটনায় ১০১ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানান যে এই গ্রেফতার হওয়া ১০১ জনের মধ্যে একজনও মুসলিম নেই।
(Eds: repeating after changing a word)
No Muslim RPT Muslim among those arrested in Palghar lynching incident: Maha Home Minister Anil Deshmukh— Press Trust of India (@PTI_News) April 22, 2020
জুনা আখড়ার ২ সদস্য ও তাদের গাড়ির চালক পালঘর জেলার গাচ্চিনঞ্চল গ্রামে ১৬ এপ্রিল মর্মান্তিক ভাবে গণপিটুনিতে মারা যান। ৭০ বছর বয়সী স্বামী কল্পবৃক্ষ গিরি ও ৩৫ বছরের সুশীল গিরি দুজনে গাড়িতে করে এক অনুষ্ঠানে যোগ দিতে গুজরাতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাদের গাড়ির চালক নিলেশ তেলগাড়ে(৩০)।
The list of the 101 arrested in the #Palghar incident. Especially sharing for those who were trying to make this a communal issue.. pic.twitter.com/pfZnuMCd3x
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) April 22, 2020
কিন্তু ন্যাশনাল লকডাউনের ফলে মহারাষ্ট্রের পালঘর ও সিলভাসা এলাকায় অনেক জায়গাতেই জাতীয় সড়ক বন্ধ ছিল। শেষ পর্যন্ত দাদরা ও নগর হাভেলি পুলিশ তাদের গাড়ি বর্ডার এলাকায় আটকে দেয়। যাওয়ার অনুমতি না মেলায় ফেরার সময় তারা জঙ্গলের রাস্তা ধরেন। জঙ্গল দিয়ে ফেরার পথে গাডচিঞ্চলে গ্রামে ফরেস্ট গার্ডরা তাদের গাড়ি আটকায়। সেই সময় জমা হয়ে যায় ঐ গ্রামের কিছু জনতা।
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) April 22, 2020
এরপর দুটো তত্ত্ব সামনে আসছে। এক, ওই গ্রামে কিছুদিন ধরেই ছেলে চুরির ঘটনা ঘটার গুজব ছড়িয়েছে। সেই ছেলে চোর ভেবেই ওই সাধুদের গাড়িতে আক্রমণ চালায় তারা।দুই, ওই অঞ্চলে পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা হাভেলি থেকে চুরি করে সস্তায় মদ কিনে এনে ওই এলাকার মানুষ জঙ্গলে লুকিয়ে রাখে। তারপর সেগুলো অবস্থা বুঝে বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি করা করে। হয়তো সেই মদ সম্পর্কিত কোনো গুজব থেকেই ওই সাধুদের গাড়ি আক্রমণ করে জনগণ। যদিও পুলিশ আক্রমণ করার কারণ নিয়ে এখনও তদন্ত চালাচ্ছে।
ইতিমধ্যে ফরেস্ট গার্ডরা বেগতিক দেখে তাদের ঘরে পুরে দিয়ে নিকটবর্তী (প্রায় ৪০ কিলোমিটার দূরত্ব) কাসা থানায় খবর দেয়। পুলিশ আসতে আসতে বিশাল ভিড় জমা হয়ে যায়। পুলিশ যখন তাদেরকে ঘর থেকে উদ্ধার করার জন্য উদ্যত হয় ,তখনই উন্মত্ত জনতা তাদের ওপর চড়াও হয়। পুলিশের উপরও আক্রমণ করে । শেষ পর্যন্ত ১০০ কিলোমিটার দূর থেকে প্রায় ২০০ সংখ্যার এক বিশাল পুলিশবাহিনী পালঘর থেকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ২ সাধু সহ তাদের গাড়ির চালকের মৃত্যু হয়।
আরও পড়ুন:মহারাষ্টার গণপিটুনির প্রতিবাদে বর্ণাভ গুঞ্জরিয়া
তারপরেই এই মৃত্যুকে কেন্দ্র করে দেশব্যাপী হৈচৈ শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সাধুদের উপর চড়াও হওয়া সেই ভিডিও। এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টাও করা হয়।
আজ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে এই ঘটনার সঙ্গে যুক্ত গ্রেপ্তার হওয়া ১০১ জনের নামের তালিকা প্রকাশ করেন এবং মন্তব্য করেন যে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই কোনও মুসলিম যুক্ত নয়। তিনি এই ব্যাপারে বিরোধীদের একহাত নিতেও ছাড়েননি।
(ছবি সৌজন্যে: টুইটার)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584