মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনার দ্বিতীয় ঢেউ সরে যেতেই রাজ্যের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছিল। আর সেই কারণেই দুর্গাপুজোয় নৈশ কার্ফু শিথিল করেছিল রাজ্য সরকার। এবার কালীপুজো ও ছটপুজোতেও বিধি নিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিল সরকার। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে করোনা বিধিনিষেধ বাড়ানোর কথা জানিয়েছে নবান্ন।
তবে কালীপুজোর জন্য ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত রাতে যান চলাচল ও মানুষের যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। ফলে দুর্গাপুজোর মতো কালীপুজোতেও রাত জেগে ঠাকুর দেখতে পারবেন দর্শনার্থীরা। শুধু কালীপুজো নয় নৈশ কার্ফু শিথিল করা হয়েছে ছটপুজোতেও। এই ছটপুজো উপলক্ষেই ১০ নভেম্বর ও ১১ নভেম্বর নৈশ কার্ফু থাকবে না।
আরও পড়ুনঃ ৫০ শতাংশ যাত্রী নিয়ে রবিবার থেকে লোকাল ট্রেন চালুর নির্দেশ নবান্নের
উৎসবের দিনগুলি ছাড়া বাকিদিনগুলিতে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত সারা রাজ্যে জারি থাকবে নৈশ কার্ফু। এবার রেস্তরাঁ, সিনেমাহল, মঞ্চ, শপিংমল, অডিটোরিয়ামের মতো জমজমাট জায়গাগুলির ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ অন্তত ৩০ মিনিট আগে স্কুলে পৌঁছতে হবে পড়ুয়াদের, নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের
রাজ্য সরকারের নির্দেশ অনুসারে, ৭০ শতাংশ গ্রাহক নিয়ে চলবে রেস্তোরাঁ ও পানশালাগুলি। তবে রাত ১১টার পরে রেস্তরাঁ ও পানশালাগুলি খোলা রাখা যাবে না। শুধু তাই নয়, এবার থেকে ৭০ শতাংশ দর্শক নিয়ে খুলবে সিনেমাহল, সদন, মঞ্চ, অডিটোরিয়াম, স্টেডিয়াম, শপিংমল, মার্কেট কমপ্লেক্স। পাশাপাশি, এবার ৭০ শতাংশ গ্রাহক নিয়ে খুলবে স্পা, জিমও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584