রাজ্যে জারি হচ্ছে না নাইট কারফিউ ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
104

মোহনা বিশ্বাস,ওয়েবডেস্কঃ

১৮মে থেকে দেশজুড়ে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। চলবে ৩১মে পর্যন্ত। ১৭মে কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে লকডাউন পিরিয়ডে নাইট কারফিউ-এর সিদ্ধান্ত। এরপর আজ, সোমবার সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন যে, রাজ্যে চতুর্থ দফার লকডাউনে নাইট কারফিউ জারি হচ্ছে না।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

তবে সন্ধ্যে ৭টার পর বেরোলে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। চতুর্থ দফার লকডাউনে রাজ্যে একাধিক ক্ষেত্রে ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

চতুর্থ দফার লকডাউনে রাজ্যে নয়া ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

১) বুথভিত্তিক কনটেনমেন্ট জোন থাকবে। কনটেনমেন্ট জোনকে তিনভাগে ভাগ করা হবে। ‘এ’ জোন হল সংক্রমণ জোন, ‘বি’ জোন হল বাফার জোন, ‘সি’ ক্লিন জোন।

২) ২১ মে থেকে সব বড় দোকান খুলবে।

৩) রাজ্যে সেলুন, বিউটি পার্লার খুলবে। সামাজিক দূরত্ব মেনে খুলবে বিউটি পার্লার।

৪) ২১মে থেকে অন্তঃজেলা বাস চালু।

৫) ৫০ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি বেসরকারি অফিস।

৬) ২৭মে থেকে অটো চলবে। ২ জন যাত্রী নিয়ে অটো চলায় অনুমতি।

৭) ২১মে থেকে হোটেল খুলবে। তবে রেস্তোরাঁ চালু হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here