এবার খেলার মাঠেও নো এন আরসি, নো সিএএ স্লোগান

0
92

মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ

no nrc no caa slogan | newsfront.co
চিত্র সৌজন্যঃ টুইটার

এ যেন গোদের উপর বিষ ফোড়া। নো এন আর সি, নো স্লোগান উঠলো এবার খেলার মাঠে। অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হার আর তার উপর এমন ঘটনা। সাদা টি-শার্ট পড়ে হাতে জাতীয় পতাকা নিয়ে বিশাল সংখ্যক ছাত্র গ্যালারিতে হাজির হয়েছিলেন। এনআরসি এবং সিএএ বিরোধী স্লোগানও দিতে দেখা যায় তাদের।

আরও পড়ুনঃ গণধর্ষণ কান্ডে মুখ্যমন্ত্রীর শান্ত প্রতিক্রিয়া দুঃখজনক, মন্তব্য দেবশ্রীর

আইকনিক স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা বাধা দিলেও নিজেদের মতো করে পড়ুয়ারা তাদের প্রতিবাদ ব্যক্ত করতে থাকেন। ম্যাচ চলাকালীনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নামে স্লোগান দিতে শোনা যায় তাদের। গ্যালারি থেকে তারা চিৎকার করতে থাকে, “নো এনআরসি, নো সিএএ, নো এনপিআর।”

প্রতিবাদী ক্রিকেটপ্রেমীদের নিরাপত্তাকর্মীরা স্লোগান দিতে না করে। অনেকে প্রতিবাদের প্রতীকী হিসেবে কালো টুপি পড়েও হাজির হয়েছিল। তাদেরকে বলা হয়, কালো টুপি খুলে ফেলতে। তবে বাধা উপেক্ষা করেই ছাত্র-ছাত্রীরা স্লোগান জারি রাখে। ক্রিকেটের ময়দানে এমন লড়াই সত্যিই বিরল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here