দেশ জুড়ে এখনই এনআরসি লাগুর কোনও পরিকল্পনা নেই, জানাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

0
96

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে আপাতত দেশে জাতীয় নাগরিকপঞ্জী(এনআরসি) লাগু করার কোনও পরিকল্পনা নেই।

Nrc | newsfront.co
চিত্র সৌজন্যঃ হিন্দুস্তান টাইমস

প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাশ হওয়ার পর থেকেই দেশবাসী এই আশঙ্কায় ছিল যে সিএএ লাগু হওয়ার পরই হয়তো দেশে এনআরসি বলবৎ হবে।
সিএএ-এনআরসির বিরুদ্ধে একাধিক প্রতিবাদ-বিক্ষোভ চলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এবং বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে।

আরও পড়ুনঃ ব্রিটিশদের সম্মতিতে গান্ধীর স্বাধীনতা সংগ্রাম ‘সাজানো নাটক’ !- মন্তব্য বিজেপি সাংসদের

এর আগে প্রধানমন্ত্রী ও অমিত শাহ আশ্বাস দিয়েছিলেন যে আপাতত এনআরসি করার কোনও পরিকল্পনা নেই। এবার সরকারি ভাবে সংসদে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।

জাতীয় গণমাধ্যম সূত্রে খবর, এদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন যে সারা দেশ জুড়ে এনআরসি করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে অসমে এনআরসি করার ফলে ১৯ লক্ষ লোকের নাম বাদ যায়। কিন্তু এদিন স্বরাষ্ট্রমন্ত্রক এনআরসি সম্পর্কে যাবতীয় প্রশ্নই এড়িয়ে গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here