ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রামদেবের বিরুদ্ধে দায়ের করেছে ১০০০ কোটি টাকার মানহানির মামলা।করোনা অতিমারীর দ্বিতীয় তরঙ্গের অভিঘাতে সারা দেশ বিপর্যস্ত, দেশের সমস্ত ডাক্তাররা , স্বাস্থ্য কর্মীরা দিনরাত পরিশ্রম করে চলেছেন মানুষকে সুস্থ করে তুলতে।
ঠিক এই পরিস্থিতিতে যোগগুরু রামদেব প্রশ্ন তুলেছেন এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতি এবং এলোপ্যাথি ওষুধের কার্যকারিতা নিয়ে। শুধু তাই নয়, তাঁর মতে এলোপ্যাথি একটি ‘বোকা বিজ্ঞান’, নিজের ভিডিওতে এমনই বলেছেন তিনি। এখানেই শেষ নয়, আরেকটি ভিডিওতে তাঁর প্রশ্ন এলোপ্যাথি চিকিৎসা কার্যকরী হলে ডাক্তাররা কেন অসুস্থ হন! রামদেবের একের পর এক এই ধরণের ভিডিও ভাইরাল হতে থাকলে দেশের চিকিৎসকদের সর্বোচ্চ সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।
আরও পড়ুনঃ ভারতে কোভিড আক্রান্ত ও মৃতের সংখ্যায় ব্যাপক গরমিল: রিপোর্ট
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন কড়া ভাষায় চিঠি লেখার পরে তখনকার মত নিজের মন্তব্য প্রত্যাহার করে নিলেও বক্তব্য থেকে যে সরে আসেননি তিনি, তা রামদেবের একাধিক মন্তব্য থেকে আবার দেখা গিয়েছে।এরপরে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে রামদেবকে গ্রেফতারের দাবি জানায়। চিঠিতে বলা হয়েছে অতিমারী পরিস্থিতিতে এলোপ্যাথি চিকিৎসার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্ত করছেন যোগগুরু একই সঙ্গে করোনা টিকার বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন যা ক্ষতি করছে করোনার বিরুদ্ধে সামগ্রিক লড়াইয়ের।
আরও পড়ুনঃ টানা লকডাউন করোনা মোকাবিলায় শ্রেষ্ঠ সমাধান নয়, মত অক্সফোর্ডের অতিমারি বিশারদ সুনেত্রা গুপ্তের
এছাড়াও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে রামদেবের বিরুদ্ধে ১০০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। এতেই তুমুল চটে গিয়ে ফের ভিডিও বার্তায় রামদেবের মন্তব্য, “কারুর বাপের ক্ষমতা নেই আমাকে গ্রেফতার করার।” কংগ্রেসের তরফে সেই ভিডিওটি টুইটও করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘শুধু গোপনীয়তা কেন, কোনো মৌলিক অধিকারই নিরঙ্কুশ নয়’, হোয়াটসঅ্যাপকে জবাব কেন্দ্রের
রামদেবের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন মাতৃ সদন আশ্রমের প্রধান স্বামী শিবানন্দ সরস্বতী। রামদেবকে অত্যন্ত উদ্ধত মানুষ বলে বর্ণনা করে তিনি প্রশ্ন তুলেছেন যদি এলোপ্যাথি চিকিৎসা কার্যকরী নয় বলে তার বিশ্বাস তাহলে দু বছর আগে তার ভাই বালকৃষ্ণন যখন খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হন তাঁকে কেন হাসপাতালে ভর্তি করেন রামদেব? রামদেব দাবি করেছিলেন তার তৈরি করনিল করোনা চিকিৎসার একমাত্র ওষুধ, তার সত্যতা আগে উনি প্রমাণ করুন।
এর আগেও ২০১২ সালে রামদেব এরকমই বিতর্কিত মন্তব্য করেছিলেন , তিনি বলেছিলেন ক্যানসার, এইচ আইভি সবকিছু যোগে সারানো সম্ভব। তখনও চিকিৎসক সংগঠগুলির প্রতিবাদে সে মন্তব্য প্রত্যহার করেছিলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584