পিছিয়ে গেল তেলেঙ্গানা সরকার, ১ জুলাই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান

0
77

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পিছিয়ে গেল তেলেঙ্গানা সরকার। ১ জুলাই থেকে পড়ুয়াদের সশরীরে উপস্থিতি সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু অভিভাবক ও শিক্ষকদের ছিল প্রবল আপত্তি। তাদের অনুরোধেই মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই সিদ্ধান্ত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী দফতর আশ্বস্ত করা হয়েছে শীঘ্রই এ বিষয়ে নির্দেশিকা জারি করা হবে।

ছবি সৌজন্যে: পিটিআই

শনিবার রাজ্যের এক শিক্ষক  সংগঠনের(প্রগ্রেসিভ রিকগনাইজড টিচারস ইউনিয়ন) পক্ষ থেকে মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওকে দেখা করেন জনার্দন রেড্ডি ও কে রাঘোথাম। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পি সাবিথা ইন্দিরা রেড্ডি। আলোচনায় শিক্ষক সংগঠনের তরফ থেকে কয়েক সপ্তাহের জন্য ফিজিক্যাল ক্লাস স্থগিত রাখার ব্যাপারে অনুরোধ করা হয়। রাজ্যের কোভিড পরিস্থিতিতে এখনও অনলাইনেই ক্লাস চলুক বলেই তাদের মতামত।
গত ২০ জুন রাজ্য থেকে লকডাউন সম্পূর্ণরূপে তুলে দেওয়ার ঘোষণার সঙ্গে বলা হয় ১ জুলাই থেকে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হবে। কিন্তু সেখানে নির্দিষ্টভাবে বলা হয়নি-ক্লাস শুরু ধাপে ধাপে হবে, না একসঙ্গে। এই প্রসঙ্গে দায়ের করা এক মামলায় বুধবার হাইকোর্টকে রাজ্য সরকার জানায় যে সশরীরে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। যে সমস্ত অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে চান তাদের সম্মতিপত্র স্কুল কর্তৃপক্ষকে জমা দিতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here