স্পোর্টস ডেস্ককঃ-
আইপিএলে কার্যতঃ বিরাট কোহলির দল রয়াল চ্যালেঞ্জারসের প্লে-অফের আশা শেষ। শেষ ওভারে হাতে ৫ উইকেট রেখেও ১২ রানের দরকারে কোহলিরা তুলতে পারে মাত্র ৬ রান। হারে ৫ রানে।
আগে ব্যাট করে সাকিব আর উইলিয়ামসনের কল্যাণে ২০ ওভারে ১৪৬ রান করে অল আউট হয় হায়দ্রাবাদ। জবাবে নেমে ৬ উইকেটে ১৪১ তোলে কোহলিরা।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রয়েল চ্যালেঞ্জারস সুবিধা করতে পারেনি। কোহলির হাইয়েস্ট ৩৯ এর গ্রান্ড হোমের ৩৩ ছাড়া আর কেউই পারেননি বড় স্কোর গড়তে। তাই শেষ ওভারে হাতে ৫ উইকেট রেখেও ১২ রানের দরকারে কোহলিরা তুলতে পারে মাত্র ৬ রান। হারে ৫ রানে।
এর আগে হায়দ্রাবাদ ইনিংস ছিল উইলিয়ামসন আর শাকিব শো। ঘরের মাঠে ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন সাকিব আর অধিনায়ক। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো ছিল না সানরাইজার্স হায়দরাবাদের। ধাওয়ানের সঙ্গে ১৫ বলে ১৫ রানের উদ্বোধনী জুটি গড়ে অ্যালেক্স হেলস আউট হয়ে যান মাত্র ৫ রানে। ধাওয়ান ১৯ বলে ১৩ রান করে মোহাম্মদ সিরাজের শিকার হন। ৭ বল খেলে মাত্র ৫ রান করেন মনিশ পান্ডেও। উইলিয়ামসন আর সাকিব এরপর গড়েন ৬৪ রানের জুটি।
৩৯ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৬ রান করে উইলিয়ামসন উমেশ যাদবের বলে আউট হন। এরপর বাকি কাজ করেন সাকিব। ইনিংসের ১৮তম ওভারে টিম সাউদিকে সুইপ করতে গিয়ে উমেশের হাতে ধরা পড়েন পরার আগে ৩২ বলে ৫ বাউন্ডারিতে ৩৫ রান করেন তিনি।
বাকিরা কেউ তেমন কিছুই করতে পারেননি। ইউসুফ পাঠান ৭ বলে ১২ করে আউট হন। ঋদ্ধিমান সাহা করেন ৫ বলে ৮ রান। ব্যাঙ্গালুরুর পক্ষে ২৫ রানে ৩টি উইকেট নেন পেসার মোহাম্মদ সিরাজ।
(ছবিঃসংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584