ওয়েবডেস্কঃ
লোক নির্বাচন আসন্ন । তাই প্রতিটি রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে জনগণকে দলীয় বাতাবরণের আওতায় আনতে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে মরিয়া ।
অভিযোগ ওঠে, নির্বাচনকে নিজেদের অনুকূলে আনতে দেশ প্রেমের জিগির তুলে সেনাদের ছবি নিজেদের রাজনৈতিক ব্যানারে বা পোস্টারে ব্যবহার করে দেশ প্রেমের আবেগকে ভোট প্রচারের কাজে ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দল।
এবার মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশনার রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের সভাপতি ,চেয়ারপারসন ও সাধারণ সম্পাদকদের কড়া বার্তা দিলেন যে সেনাদের ছবি রাজনৈতিক কাজে ব্যবহার করে ভোটের প্রচার করা যাবে না । কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার প্রমোদ কুমার শর্মা ২০১৪ সালে জারি করা এই বিষয়ক নোটিশের কথা স্মরণ করিয়ে দল গুলিকে সেনাদের ছবি ব্যবহার করে ভোট প্রচারে নিষেধাজ্ঞা জানায় । ২০১৩ সালের ওই নোটিশে বলা হয়েছিল যে, দেশের সেনাবাহিনী হল দেশের সীমান্ত, নিরাপত্তা ও রাজনৈতিক ব্যবস্থার অভিভাবক। তারা এই আধুনিক গণতন্ত্রের অরাজনৈতিক এবং নিরপেক্ষ অংশ । তাই নিজেদের নির্বাচনী প্রচারে সেনাবাহিনীর উল্লেখ করার আগে রাজনৈতিক দলগুলি ও তাদের নেতাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত ।
প্রসঙ্গত উল্লেখ্য ,বিজেপি দিল্লিতে তাদের নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী ও অমিত শাহের ছবির সঙ্গে ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের ছবি ব্যবহার করে “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে থাকলে সবকিছু সম্ভব” ( মোদী হ্যায় তো মুমকিন হ্যায়) এই স্লোগান দিয়ে বিলবোর্ড ব্যবহার করছে ।
উল্লেখ্য ,সাম্প্রতিক কালে ঘটে যাওয়া পুলওয়ামা জঙ্গি হানা ,পাল্টা জবাব দিতে পাকিস্থানের বালাকোঠায় জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাত । ৪৪ জন সেনা কে হারিয়ে দেশপ্রেমের আগুনে ফুঁসতে থাকা জনগণের আবেগকে যাতে নির্বাচনের কাজে কোনো রাজনৈতিক দল ব্যবহার করতে না পারে সেজন্য নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আপাতত বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে র এজেন্ডা প্রবর্তনের পথে এমনটাই আশঙ্খা রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584