নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
অনিন্দ্যসুন্দর দাস নামে এক আইনজীবী ভোট পরবর্তী হিংসায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ করে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। সেই মামলারই শুনানি ছিল সোমবার। শুনানিতে রাজ্য সরকারের পদক্ষেপের প্রশংসা করে আদালতের পাঁচ সদস্যের বেঞ্চ। এমনকি অবসরপ্রাপ্ত ডিজি-র নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত।
আদালত জানায়, রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পরে কমেছে রাজনৈতিক সংঘর্ষ, ৭ এবং ৮ মে কোন রাজনৈতিক মৃত্যুর ঘটনাও ঘটেনি। হিংসা নিয়ন্ত্রণে রাজ্য সরকারের ভূমিকা প্রশংসাযোগ্য। আগে ঘটে যাওয়া সব ঘটনার জরুরি ভিত্তিতে তদন্তও হয়েছে। এই মুহূর্তে রাজ্যে কোনও হিংসা নেই- হলফনামায় রাজ্যের এই দাবির বিরোধিতা করেন মামলাকারীর আইনজীবীরা। তার জেরে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এ নিয়ে আগামী সোমবারের মধ্যে পালটা হলফনামা চেয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584