ওয়েব ডেস্ক, নিউজফ্রন্ট:
নির্দিষ্ট সূচি মেনেই সম্পন্ন হবে আইআইটি জেইই ও নিট পরীক্ষা ২০২০। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই পরীক্ষা নিতে চায় কেন্দ্র সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, “আমরা নিট ইউজি ২০২০ এবং জেইই পরীক্ষা বাতিলের কোনো যৌক্তিকতা খুঁজে পাইনি।”
Breaking: Read National Testing Agency's press release on #NEETJEE #NEET2020 #StudentsLivesMatters pic.twitter.com/Q0KJ6gEnNv
— Live Law (@LiveLawIndia) August 21, 2020
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে কোনভাবেই স্থগিত হবে না এই পরীক্ষা।সেপ্টেম্বর মাসের ১ থেকে ৬ তারিখ জেইই(মেইন) ২০২০ ও ১৩ তারিখ নিট-ইউজি ২০২০ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
The Joint Entrance Examination (Main) and the National Eligibility cum Entrance Test (NEET-UG) will be conducted in September as scheduled: Officials in the Ministry of Education
— Press Trust of India (@PTI_News) August 21, 2020
মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট) এবং সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় (জেইই মেন) স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল হয়েছিল। সোমবার তা খারিজ করে দেয় শীর্ষ আদালত।
চলতি মাসের শুরুর দিকে জেইই ও নিট পরীক্ষা স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন ১১ টি রাজ্যের ১১ জন পড়ুয়া।
তাঁদের আর্জি ছিল, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা না নেওয়া হোক। গত ৩ জুলাইয়ের নোটিশে এনটিএ জানিয়েছিল, আগামী সেপ্টেম্বরে জেইই এবং নিট পরীক্ষা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584