বিধানসভার বাদল অধিবেশন থেকে বাদ প্রশ্নোত্তর পর্ব

0
101

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা আবহে সংসদের বাদল অধিবেশনে বাতিল হয়েছে প্রশ্নোত্তর পর্ব। তা নিয়ে গর্জে উঠেছিলেন বিরোধীরা। এবার সেই একইভাবে রাজ্য বিধানসভার আসন্ন দুদিনের বাদল অধিবেশনে থাকছে না কোনও প্রশ্নোত্তর পর্ব, জিরো আওয়ার বা উল্লেখপর্ব।

Bidhan sabha | newsfront.co
ফাইল চিত্র

করোনা পরিস্থিতি এবং সংক্ষিপ্ত সময়ের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, শুক্রবার এই কথা জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্ত ঘোষণা করার পরই ক্ষোভ প্রকাশ করে বিরোধীরা। সরকার বিরোধীদের কন্ঠরোধ করতে চাইছে বলে অভিযোগ কংগ্রেস ও বামেদের।

আরও পড়ুনঃ সময়সীমা বেড়েছে, ডিএলএডে আবেদনের শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর

দু’দিন নয়, ন্যূনতম তিন সপ্তাহের বিধানসভার অধিবেশন দাবি করে শুক্রবার মুখ্যমন্ত্রীকে চিঠি দেয় বাম ও কংগ্রেস পরিষদীয় দল। নইলে বর্তমান সময়ে মানুষের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা যাবে না বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ বাদল অধিবেশনে বাদ প্রশ্নোত্তর পর্ব, ক্ষোভ বিরোধীদের

এছাড়াও প্রশ্নোত্তরপর্ব, জিরো আওয়ার বা উল্লেখপর্বকে যথাযথ গুরুত্ব দেওয়ার দাবি জানান হয়েছে দুই দলের তরফে। করোনা আবহের মধ্যেই আগামী ৯ ও ১০ তারিখ বসছে বিধানসভার বাদল অধিবেশন। ১৪ তারিখ থেকে শুরু হবে সংসদ। বৃহস্পতিবারই সর্বদলীয় বৈঠক করে অধিবেশন চলাকালীন সংক্রমণ রুখতে বেশকিছু বিধিনিষেধ জারি করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

কিন্তু, এতদিন বাদে যখন অধিবেশন হচ্ছে তখন কেন মাত্র দু’দিন হবে এই অধিবেশন? অধিবেশনের দিন আরও বাড়ানোর দাবি করে বিরোধীরা। এরসঙ্গে শুক্রবারই বিধানসভার তরফে জানান হয়, এবারের অধিবেশন যেহেতু সংক্ষিপ্ত তাই প্রশ্নোত্তরপর্ব, জিরো আওয়ার বা উল্লেখপর্ব রাখা হচ্ছে না। এটা জানার পরই ক্ষোভে ফেটে পড়ে বিরোধীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here